ধূপগুড়ি, 2 সেপ্টেম্বর: সম্প্রতি রান্নার গ্যাসের দাম কমিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ তা সত্ত্বেও শনিবার রান্নার গ্য়াসের দাম নিয়েই কেন্দ্রের মোদি সরকারকে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ একই সঙ্গে তাঁর দাবি, 2024 সালের লোকসভা নির্বাচনের পর ‘ইন্ডিয়া’ জোট ক্ষমতায় এলে 500 টাকাতেই মিলবে রান্নার গ্যাসের সিলিন্ডার ৷
এ দিন দুপুরে জলপাইগুড়ির ধূপগুড়িতে হাজির হয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ৷ আগামী মঙ্গলবার সেখানে বিধানসভার উপ-নির্বাচন রয়েছে ৷ সেই কারণেই প্রচার করতে হাজির হয়েছিলেন ৷ ধূপগুড়ির ফণীর মাঠের জনসভা থেকে তিনি একাধিক ইস্য়ুতে তোপ দাগেন বিজেপির মধ্যেই সেই ইস্যুগুলির মধ্যেই রান্নার গ্যাসের প্রসঙ্গও ছিল ৷
রাখিবন্ধনের আগের দিন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু 200 টাকা করে কমিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ কেন্দ্রের তরফে এই দাম কমানোকে রাখিবন্ধনের উপহার হিসেবে উল্লেখ করা হয়েছিল ৷ এ দিন সেই নিয়ে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘‘রান্নার গ্যাসের টাকা দাম কমিয়ে রাখিবন্ধনের উপহার বলছে । পাঁচ বছরে একবার রাখি আসে নাকি !’’