পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

72 দিন পর শুরু দূরপাল্লার রেল পরিষেবা

টানা ৭২ দিন বন্ধ থাকার পর অবশেষে সোমবার থেকে চালু হল দূরপাল্লার রেলের যাত্রী পরিষেবা ।

৭২ দিন পর শুরু দূরপাল্লার রেল পরিষেবা
৭২ দিন পর শুরু দূরপাল্লার রেল পরিষেবা

By

Published : Jun 1, 2020, 10:33 AM IST

হাওড়া, 1 জুন: কেউ পরীক্ষা দিতে এসেছিলেন ৷ চাকরি সূত্রে কারও আবার ভিন রাজ্যে পোস্টিং । লকডাউন চলাকালীন এঁরা সকলেই আটকে ছিলেন এ রাজ্যে । টানা 72 দিন পর দূরপাল্লার ট্রেন পরিষেবা চালু হতেই তারা সকলেই নিজ নিজ গন্তব্যের উদ্দেশে বেরিয়ে পড়েছেন ৷

টানা ৭২ দিন বন্ধ থাকার পর অবশেষে চালু হল দূরপাল্লার রেলের যাত্রী পরিষেবা । কিছুদিন আগেই এই নিয়ে একটি নির্দেশিকা প্রকাশ করেছিল ভারতীয় রেল । সেই নির্দেশিকা মাফিক আজ থেকে সেই বেশ কিছু দূরপাল্লার যাত্রীবাহী ট্রেন হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করে । এদিন ভোর ৬:২০ নাগাদ হাওড়া স্টেশন থেকে প্রথম ছাড়ে হাওড়া- বারবিল জনশতাব্দী এক্সপ্রেস । জন শতাব্দীর পাশাপাশি হাওড়া থেকে ছাড়ে পূর্বা এক্সপ্রেসও ।

রেলের তরফে সংক্রমণ ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি রাখা হয়েছিল । শুধুমাত্র কনফার্ম টিকিট যাদের রয়েছে তাদেরই স্টেশন চত্বরে প্রবেশের অনুমতি দেওয়া হয় । এর পাশাপাশি মুখে মাস্ক পরা বাধ্যতামূলক । স্টেশনে ঢোকা ও ট্রেনে ওঠার সময় যাত্রীদের মুখে মাস্ক রয়েছে কিনা তাও দেখা হয় । তবে রেল পরিষেবা চালু হলেও প্রথম দিন 50 শতাংশেরও বেশি আসন খালি ছিল । এদিকে রেলের তরফে সামাজিক দূরত্বের কথা বলা হলেও তা সঠিকভাবে পালন হচ্ছে না বলেই জানিয়েছেন যাত্রীরা ।

৭২ দিন পর শুরু দূরপাল্লার রেল পরিষেবা

ABOUT THE AUTHOR

...view details