হাওড়া, 27 অগাস্ট : সাপ্তাহিক লকডাউনের জেরে হাওড়া স্টেশনে বিপাকে দূরপাল্লার রেলযাত্রীরা । হাওড়া স্টেশনে আটকে পড়েছেন প্রায় শ'খানেক এর বেশি যাত্রী । স্টেশন চত্বরে তারা কার্যত অভুক্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন ।
ওই যাত্রীরা জানিয়েছেন, তাঁরা উত্তরবঙ্গ থেকে এসেছেন । আগামীকাল ট্রেন ধরার জন্য তাঁরা একদিন আগেই স্টেশনে পৌঁছে গিয়েছেন । যেহেতু আজ রাজ্য জুড়ে লকডাউন, তাই চলবে না কোনও গাড়ি ৷ তাই আগামীকাল সকালে ট্রেন ধরার জন্য তাঁরা একদিন আগেই হাওড়া স্টেশন এসে পৌঁছেছেন ।
লকডাউনে হাওড়া স্টেশনে বিপাকে রেল যাত্রীরা বেশিরভাগ যাত্রীই দক্ষিণ ভারতে চিকিৎসার জন্য অথবা ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানার পরিযায়ী শ্রমিক । যারা কাজে ফিরতে চাইছেন । এই সমস্ত যাত্রীদের মধ্যে ছিল শিশু এবং মহিলাও । লকডাউনের কারণে সমস্ত দোকানপাট বন্ধ থাকায় কার্যত তাঁরা অভুক্ত অবস্থায় রয়েছেন ।
তবে তাঁদের আটকে যাওয়ার খবর পায় হাওড়া সিটি পুলিশ ৷ তারাই যাত্রীদের খাবার ব্যবস্থা করে । পাশাপাশি রেল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, যে সমস্ত যাত্রীদের কাছে বৈধ টিকিট রয়েছে তাদের স্টেশনের ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে । পাশাপাশি IRCTC অনুমোদিত স্টলগুলো খোলা থাকবে খাবারের জন্য ।