পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Train Cancel Due To Protest: অবরোধ উঠলেও দক্ষিণ-পূর্ব রেলে বাতিল বহু দূরপাল্লার ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা

অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধের ডাক দিয়েছিল আদিবাসী সেঙ্গেল অভিযান (Adivasi Sengel Abhiyan Protest) ৷ আর এই বিক্ষোভের জেরে, দক্ষিণ-পূর্ব রেলে বাতিল বহু দূরপাল্লার ট্রেন ৷ তবে বর্তমানে অবরোধ উঠে যাওয়ায় ট্রেন পরিষেবা ফের স্বাভাবিক হয়েছে বলেই জানানো হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে ৷ কিন্তু ট্রেন বাতিলের যে ঘোষণা তা বহাল থাকছে ৷

Train Cancel Due To Protest
ফাইল ছবি

By

Published : Feb 11, 2023, 5:22 PM IST

Updated : Feb 11, 2023, 6:12 PM IST

হাওড়া, 11 ফেব্রুয়ারি: আদিবাসী বিক্ষোভের জেরে দক্ষিণ-পূর্ব রেলের (South Eastern Railway) একাধিক ট্রেন বাতিল। আদ্রা বিভাগের কাঁটাদিহ স্টেশনে এবং খড়গপুর বিভাগের খেমাশুলি স্টেশনে সকাল থেকে বিক্ষোভের জেরে দক্ষিণ-পূর্ব রেল একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করল। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল থাকছে। তবে বর্তমানে অবরোধ উঠে যাওয়াতে ট্রেন পরিষেবা ফের স্বাভাবিক হয়েছে বলেই জানানো হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে ৷ কিন্তু ট্রেন বাতিলের যে ঘোষণা, তা বহালই থাকছে ৷

বাতিল হওয়া ট্রেনগুলোর মধ্যে রয়েছে-
08055 খড়গপুর-টাটানগর প্যাসেঞ্জার স্পেশাল
12021 হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস
12871 হাওড়া-তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস
08071 খড়গপুর-টাটানগর প্যাসেঞ্জার স্পেশাল
08060 টাটানগর-খড়গপুর প্যাসেঞ্জার স্পেশাল
12814 টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস
08160 টাটানগর-খড়গপুর প্যাসেঞ্জার স্পেশাল
18183 টাটানগর-দানাপুর এক্সপ্রেস বাতিল করা হয়েছে

এছাড়াও 12222 হাওড়া-পুনে দুরন্ত এক্সপ্রেস-খড়গপুর-মেদিনীপুর-আদ্রা-বোকারো স্টিল সিটি-কোটশিলা-মুরি-হাতিয়া-রৌরকেল্লা হয়ে যাবে।

08697/08698 ঝাড়গ্রাম-পুরুলিয়া-ঝাড়গ্রাম-মেমু প্যাসেঞ্জার স্পেশাল-বাড়াভূম হয়ে চলাচল করবে।

13301/13302 ধানবাদ-টাটানগর-ধানবাদ এক্সপ্রেস-আদ্রা স্টেশন থেকে চলাচল করবে।

22862 কান্তাবাঞ্জি-তিতলাগড়-হাওড়া ইস্পাত এক্সপ্রেস-কান্তাবাঞ্জি ছেড়ে টাটানগর হয়ে টাটানগর ও তিতলাগড় স্টেশনের মধ্যে প্যাসেঞ্জার ট্রেন হিসাবে চলবে।

18601/18602 হাতিয়া-টাটানগর-হাতিয়া এক্সপ্রেস-পুরুলিয়া থেকে চলাচল করবে।

08647/08648 আদ্রা-বাড়াভূম-আদ্রা মেমু প্যাসেঞ্জারস্পেশাল-পুরুলিয়া স্টেশন থেকে চলাচল করবে।

08650/08651 আসানসোল-বাড়াভূম-আসানসোল মেমু প্যাসেঞ্জার স্পেশাল- পুরুলিয়া স্টেশন থেকে চলাচল করবে।

08173/08174 আসানসোল-টাটানগর-আসানসোল প্যাসেঞ্জার স্পেশাল-পুরুলিয়া স্টেশন থেকে চলাচল করবে।

পাশাপাশি শনিবার দুপুর 12টা নাগাদ মহাদেবশাল থেকে এবং কাঁটাদিহ থেকে দুপুর 3.55 মিনিট থেকে অবরোধ উঠে যাওয়ায় ট্রেন পরিষেবা ফের স্বাভাবিক হয়েছে বলেই জানানো হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে ৷ উল্লেখ্য, আদিবাসীদের মারাংবুরু অর্থাৎ পরেশ নাথ পাহাড়কে জৈন ধর্মের মানুষের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে এবং অবিলম্বে তা পুনরায় আদিবাসীদের হাতে ফিরিয়ে দেওয়া ও সারনা ধর্মের কোড চালুর দাবিতে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধের ডাক দিয়েছিল আদিবাসী সেঙ্গেল অভিযান। সেই মোতাবেক আজ অর্থাৎ শনিবার সকাল থেকে পুরুলিয়া-চাণ্ডিল রেল শাখার কাঁটাডি রেল স্টেশনে অবরোধে সামিল হয়েছিলেন তাঁরা।

দক্ষিণ পূর্ব রেলে বাতিল বহু দূরপাল্লার ট্রেন

যার জেরেই দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের একাধিক রেল বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ছিল। গন্তব্যস্থলে যেতে না-পেরে ভোগান্তিতে পড়েছিলেন বহু যাত্রী। একইসঙ্গে রেল অবরোধের সঙ্গে যেহেতু সড়ক পথেও অবরোধ করেছিল তাঁরা যার ফলে পুরুলিয়া-জামশেদপুর 32 নম্বর জাতীয় সড়কের যান চলাচল বন্ধ ছিল। ঘোষিত বনধ অনুযায়ী শনিবার সকাল থেকে খেমাশুলির কাছে রেলপথ অবরোধ করে আদিবাসী সেঙ্গেল অভিযান। বিক্ষোভস্থলে গিয়ে অবরোধকারীদের সঙ্গে অবরোধ প্রত্যাহারের জন্য কথা বলছেন রেলের আধিকারিকরা।

Last Updated : Feb 11, 2023, 6:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details