ডোমজুড়, 26 জানুয়ারি : মন্ত্রীত্ব ছেড়েছেন ঠিকই কিন্তু নিজের কেন্দ্র ছাড়তে নারাজ ৷ যেখানেই থাকুন না কেন আসন্ন বিধানসভা নির্বাচনে ডোমজুড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৷ আজ ডোমজুড়ের সলপে সাধারণতন্ত্র দিবসের একটি অনুষ্ঠানে এসে জানিয়ে দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি বিজেপিতে যোগদান নিয়েও হেঁয়ালি বজায় রাখলেন ৷
দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে গত 22 জানুয়ারি বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন রাজীব ৷ এরপরই তাঁকে নিশানা করে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ রাজীবের দিকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, তৃণমূল ছেড়ে অন্য দলে গেলে রাজীব যেন ডোমজুড় থেকেই দাঁড়ায় ৷ আজ সেই চ্যালেঞ্জের জবাবই দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ৷ বললেন, "এই দিনকে সাক্ষী রেখে বলছি আমার সঙ্গে ডোমজুড়ের মানুষের সঙ্গে আত্মিক সম্পর্ক ৷ আমি ডোমজুড় ছাড়া বাংলার অন্য কোনও জায়গা থেকে দাঁড়াব না ৷ ডোমজুড়েই দাঁড়াব ৷"
আরও পড়ুন : রাজীব যেন ডোমজুড়েই দাঁড়ায়, বুঝিয়ে দেব : কল্যাণ
তিনি আরও বলেন, "ডোমজুড়ের মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে ৷ রাজীব বন্দ্যোপাধ্যায়কে এলাকায় দেখা যায় না, ডোমজুড়ের মানুষ এই অভিযোগ করতে পারবে না ৷ আমফান, কোভিডের মতো সময়ে পথে নেমে কাজ করেছি ৷ আজ যারা বড় বড় কথা বলছেন তাদের তখন দেখা যায়নি ৷ আগামীদিনের ডোমজুড়ের মানুষই বুঝিয়ে দেবে কে তাদের পরিবারের সদস্য আর কে বাইরের লোক ৷"
পাশাপাশি 31 জানুয়ারি ডুমুরজলা মাঠে অমিত শাহের সভায় গিয়ে বিজেপিতে যোগদান নিয়ে হেঁয়ালি বজায় রাখলেন রাজীব বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "আমি ভবিষ্যৎদ্রষ্টা নই । আগামীতে কী হবে বলতে পারব না ৷ আমি ঈশ্বরে বিশ্বাসী মানুষ । ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন ।" জেলার রাজনীতিতে সমবায় মন্ত্রী অরূপ রায়ের বিরোধী গোষ্ঠীতে রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় । গতকাল অসুস্থ অরূপ রায়কে হাসপাতালে দেখতে গিয়েছিলেন । তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন । তাহলে কি অরূপ রায়ের সঙ্গে দূরত্ব মিটে গেল ? এই প্রশ্নের উত্তরে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, "নিজেকে দলের একজন সাধারণ কর্মী হিসেবে ভাবি । অরূপ রায়ের সঙ্গে দূরত্ব আছে কি না তা নিয়ে ভাবেন না ৷
শুনুন রাজীব বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আরও পড়ুন : হুগলি নদীর তীরে অশান্তি ! প্রবীরের ইস্তফা, তৃণমূলের শোকজ
আজ সাংবাদিক বৈঠক করে হুগলির জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও দলের জেলা কোর কমিটির সদস্য়পদ থেকে ইস্তফা দেন প্রবীর ঘোষাল ৷ দলের বিরুদ্ধে একাধিক অভিযোগও তোলেন ৷ সেই প্রসঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, "নিশ্চয়ই তাঁর সঙ্গে এমন ব্যবহার করা হয়েছে যাতে তিনি দুঃখ পেয়েছেন । তাই ক্ষোভ প্রকাশ করেছেন । তবে যাই হোক সেটা দুঃখজনক ।"