উলুবেড়িয়া, 6 মে : বুথের বাইরে CPI(M)-এর পোলিং ক্যাম্পে ভাঙচুর । অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । উলুবেড়িয়া পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের 233-234 নম্বর বুথের ঘটনা ।
CPI(M)-এর পোলিং ক্যাম্পে ভাঙচুর, অভিযুক্ত তৃণমূল - howrah
CPI(M)-এর পোলিং ক্যাম্পে ভাঙচুর । অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ।
CPI(M)-এর পোলিং ক্যাম্পে ভাঙচুর
আজ নির্বাচন চলছে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে । উলুবেড়িয়ার উত্তর জগদীশপুর প্রাথমিক বিদ্যালয়ের নিকটে CPI(M)-এর ওই পোলিং ক্যাম্পটিতে আজ সকালে ভাঙচুর চালানো হয় । ক্যাম্পে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর করে পাশের পুকুরে ফেলে দেওয়া হয় । এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ।
Last Updated : May 6, 2019, 2:04 PM IST