হাওড়া, 7 অক্টোবর: উলুবেড়িয়াতে লোকাল ট্রেনের ধাক্কায় 3 নাবালকের মৃত্যু (Tragic Accident at Uluberia)। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে । ঠিক কীকরে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে ।
স্থানীয় সূত্রের খবর, উলুবেড়িয়া স্টেশন থেকে কিছু দূরে ডোম পাড়া এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে । জানা গিয়েছে, স্টেশন থেকে বেশ কিছুটা দূরে রেল লাইনে এই তিনজন নাবালক খেলছিল ৷ সেইসময় আচমকা লোকাল ট্রেন এসে যায়। রেললাইনে তিনজনকেই ধাক্কা মারে ৷ 3জনেরই বয়স 10 থেকে 12 বছরের মধ্যে বলে জানা গিয়েছ। গুরুতর আহত অবস্থায় এক কিশোর স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ৷