হাওড়া, ১২ ফেব্রুয়ারি : অভিনব কায়দায় চুরি হল হাওড়ার শিবপুরে। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটে শিবপুর থানা এলাকার ৭১ নম্বর বৈষ্ণবপাড়া লেনের একটি বাড়িতে। বাড়ির মালিক লক্ষ্মীকান্ত মশা কিছুদিন আগে চিকিৎসার জন্য বেঙ্গালুরু গেছেন। কয়েকদিন ধরে তাই তালাবন্ধ ছিল বাড়িটি।
প্রতিবেশীদের বাড়িতে তালা লাগিয়ে চুরি শিবপুরে - police
হাওড়ার শিবপুর থানা এলাকার একটি বাড়িতে অভিনব কায়দায় চুরি। প্রতিবেশিদের বাড়িতে তালা লাগিয়ে একটি বাড়িতে চুরি করে ছাদের দরজা খুলে চম্পট দেয়।
ঘটনাস্থানের ছবি
আজ সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান ওই বাড়ির দরজার সামনের তালা ভাঙা। কিন্তু দরজাটি ভিতর থেকে বন্ধ। এরপর খবর পেয়ে ঘটনাস্থানে আসে শিবপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীরা বাড়ির তালা ভেঙে ঘরে ঢুকে দরজা ভিতর থেকে বন্ধ করে দিয়েছিল। তারপর চুরি করে ছাদের দরজা খুলে চম্পট দেয়।
এছাড়া যে বাড়িটিতে চুরি হয়েছে সেটির আশপাশের কয়েকটি বাড়িতেও দুষ্কৃতীরা বাইরে থেকে তালা লাগিয়ে দিয়েছিল।