হাওড়া, 21 অক্টোবর: হাওড়ার বাইনানে গণধর্ষিতা বিজেপি কর্মীর বাড়িতে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti at Howrah)। নিগৃহীতার পরিবারকে তিনি দিলেন প্রকৃত তদন্তের আশ্বাস (Smriti Irani)।
রাজ্যে দুদিনের দলীয় সফরে এসেছেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি । বৃহস্পতিবার ও শুক্রবার তিনি হাওড়া গ্রামীণ এলাকা পরিদর্শন করেন । বৃহস্পতিবার হাওড়া গ্রামীণ বিজেপির সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে সংগঠন নিয়ে আলোচনা করেন । আজ বেলা 11টা নাগাদ দেউলটি শরৎচন্দ্রের বাড়ি পরিদর্শন করতে আসেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি । পাশাপাশি বাইনানে এক বছর আগে 'গণধর্ষিতা' মহিলার বাড়িতেও যান স্মৃতি ইরানি । কথা বলেন নিগৃহীতার বাড়ির লোকের সঙ্গে । তিনি জানান, ধর্ষণের যে তদন্ত হওয়ার কথা তা না হয়ে ওই মামলা ধামাচাপা দেওয়া হয়েছে । সেই মামলায় আবার নতুন করে তদন্ত করা হবে বলে নিগৃহীতার পরিবারকে আশ্বাস দেন তিনি ।
কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসে আস্বস্ত হয়ে নিগৃহীতার স্বামী জানান, গত বছর 9 অগস্ট তাঁর স্ত্রীর উপরে বর্বরোচিত আক্রমণ হয়েছিল । এই গণধর্ষণে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতারা জড়িত ছিল বলে অভিযোগ করেন তিনি । আজ কেন্দ্রীয় মন্ত্রী নিজে এসে সমস্ত ঘটনার বিষয়ে জানতে চান । সব শুনে তিনি জাতীয় মহিলা কমিশনকে দিয়ে এই ধর্ষণের পুনরায় তদন্তের আশ্বাস দেন । এতে খুশি নিগৃহীতার পরিবার ।