হাওড়া, 23 অগস্ট: নামী কোম্পানির ফ্র্যাঞ্চাইজি দেওয়ার নাম করে 10 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ৷ উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার বিহারের প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত ছয় অভিযুক্ত । বুধবার বেনারস থেকে ট্রানজিস্ট রিমান্ডে ধৃতদের নিয়ে আসা হয় হাওড়াতে । অভিযুক্তদের হাওড়া আদালতে বিচারকের সামনে পেশ করা হয়েছে । এই প্রতারণা চক্রে ধৃতরা হলেন শিশুপাল কুমার(29), উপেশ কুমার(21), লাড্ডু সিং (20), গোরেলাল কুমার(22), বিকাশ কুমার(21) ও দীপক কুমার (20) ৷ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে 12 দিনের জন্য পুলিশি হেফাজতের আবেদন করেছে জগাছা থানার পুলিশ বলেই আদালত সূত্রে খবর ।
জানা গিয়েছে, বিভিন্ন নামী সংস্থার শাখা খুলে দেওয়ার নাম করে সম্প্রতি প্রতারণার অভিযোগ ওঠে । সেই অভিযোগের তদন্ত করতে গিয়েই হাওড়ার জগাছা থানার আধিকারিকরা উত্তরপ্রদেশের বেনারসের একটি পাঁচতারা হোটেল থেকে ছ'জন প্রতারককে গ্রেফতার করে । এছাড়াও বিহারের পাটনা থেকে গোপন সূত্রে খবর পেয়ে সেকপুরা থেকে গ্রেফতার করা হয় গোটা দলটিকে । সন্তোষ কুমার যাদব এবং অভিজিৎ মণ্ডল নামের দুই পুলিশ কর্মীর সাহসিকতায় কোটি কোটি টাকার প্রতারণার সঙ্গে যুক্ত এই বিহারের প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত দলটিকে গ্রেফতার করে জগাছা থানার পুলিশ ।