হাওড়া, 22 মার্চ : চলতি অর্থবর্ষে সম্পত্তি কর বাবদ উপার্জন বেড়েছে ৷ দাবি করলেন হাওড়া পৌরনিগমের মুখ্যপ্রশাসক সুজয় চক্রবর্তী । তিনি বলেন, "গত বছরের তুলনায় এবছর বেশি সংখ্যক মানুষ আমাদের কাছে এসে সম্পত্তি কর জমা দিয়েছেন ৷ এখনও অনেক মানুষ আসছেন ৷" তাই গত বছরের তুলনায় এখনও পর্যন্ত বেশি রোজগার হয়েছে, জানালেন মুখ্যপ্রশাসক (Property tax income of Howrah Municipal Corporation increases, claims Administrator) ৷
পৌরনিগমের তরফে এলাকাবাসীর কাছে সম্পত্তি করের জন্য চিঠি পাঠানো হয়েছে ৷ তারা পৌরনিগমের ইঞ্জিনিয়ারদের সঙ্গে যোগাযোগ করছেন, জানালেন মুখ্যপ্রশাসক সুজয় চক্রবর্তী ৷ তিনি বলেন, "আমরা মানুষের থেকে খুব পজ়িটিভ ফিডব্যাক পাচ্ছি ৷ মানুষও বুঝতে পারছে এই সম্পত্তি কর দেওয়া উচিত ৷ তা না হলে পৌরনিগম কাজ করতে পারবে না ৷’’
গত অর্থবর্ষে সম্পত্তিকর বাবদ আনুমানিক 17-18 কোটি টাকা আয় হয়েছিল হাওড়া পৌরনিগমের ৷ এই অর্থবর্ষে তার পরিমাণ 23 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে বলে জানালেন সুজয় চক্রবর্তী ৷ সম্পত্তি কর আদায় করতে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে পৌরনিগমের বিশেষ দল ৷ 45-50 নম্বর ওয়ার্ডে পৌরনিগমের কর্মীরা গিয়েছেন, বিশেষত আবাসনগুলিতে জোর দেওয়া হচ্ছে ৷ মুখ্যপ্রশাসকের দাবি, এতে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া মিলেছে ৷