হাওড়া, 23 মে :চুরির হাত থেকে স্কুলের সম্পত্তি বাঁচাতে নাজেহাল অবস্থা স্কুল কর্তৃপক্ষের । উত্তর মৌরি কেশবচন্দ্র নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে পরিস্থিতি এমনই ৷ চুরির হাত থেকে বাঁচাতে মিড ডে মিলের চাল থেকে শুরু করে রান্নার সরঞ্জাম সবই রাখতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের বাড়িতে । এই ঘটনা ঘটেছে বিগত 10 বছর ধরে ৷ প্রধান শিক্ষিকিকা একাধিকবার প্রশাসনের দারস্থ হলেও কোনও সুরাহা হয়নি ৷ এভাবে চলতে থাকলে চোর ধরতে স্কুলের পড়াশোনা উঠে যাওয়ার জোগাড় আশঙ্কা করছেন স্কুলের শিক্ষক থেকে ছাত্রদের অভিভাবকেরা ( Howrah School Utensils Steal) ৷ প্রায় 200 জন পড়ুয়া আছে এই স্কুলে ৷
স্কুলের প্রধান শিক্ষিকা মালতি রায় অভিযোগ, নিত্যদিন চুরির ঘটনায় পড়াশোনা উঠে যাওয়ার উপক্রম হয়েছে তাদের । চুরি বন্ধ করার জন্য এখন তারা মিড ডে মিলের রান্নার সরঞ্জাম স্থানীয় বাসিন্দাদের বাড়িতে রাখছেন । প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসটুকু রোজ নিয়ে আসেন । স্কুলের মধ্যে তাঁরা খাদ্য সামগ্রী মজুত রাখেন না । শুধু মিড ডে মিলের চাল-ডাল নয়, চুরি যাচ্ছে পডুয়াদের বই-খাতাও ৷ তারা চান অবিলম্বে চোর ধরার ব্যবস্থা করুক পুলিশ প্রশাসন । আর পাশাপাশি স্কুলে গার্ড দেওয়ার ব্যবস্থা করুক প্রশাসন ।