পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Ganja Recovered: বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হাওড়ায়, আটক গাড়ির চালক - আটক গাড়ি ও চালক

বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করল পুলিশ (Ganja Recovered) । সোমবার 16 নম্বর জাতীয় সড়কের ধূলাগড় টোলের সামনে নাকা চেকিংয়ের সময় একটি গাড়ি থেকে এই গাঁজা উদ্ধার করা হয় ৷ আটক করা হয়েছে গাড়ি চালককে ।

Ganja Recovered
গাঁজা উদ্ধার

By

Published : Jan 23, 2023, 9:13 PM IST

হাওড়া, 23 জানুয়ারি: সোমবার বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে বড় সাফল্য পেল সাঁকরাইল থানার পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে গাঁজা সমেত গাড়িটিকে ধরার জন্য ওত পেতে ছিল পুলিশ । তাদের জালে ধরা পড়ে প্রায় 40 কেজি বেশি গাঁজা (More than 40 kg ganja recovered in Howrah) । এদিন সাঁকরাইল থানার অন্তর্গত 16 নম্বর জাতীয় সড়কের ধূলাগড় টোলের সামনে নাকা চেকিংয়ের সময় গাড়ি থেকে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে সাঁকরাইল থানার পুলিশ ।

উদ্ধার হওয়া চল্লিশটি প্যাকেটের প্রতিটিতে 1 কেজির কিছু বেশি গাঁজা রয়েছে বলেই পুলিশ সূত্রের খবর। গাঁজা সমেত গাড়ি ও চালককে আটক করেছে পুলিশ । তাঁকে থানাতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ আধিকারিকরা । কোথা থেকে কার জন্য এই বিপুল পরিমাণ গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল, মূলত তা জানতেই ধৃতকে জিজ্ঞাসাবাদ করছেন আধিকারিকরা । তবে জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্যের উপর বিষয়টি তদন্তনাধীন বলেই জানান হাওড়া সিটি পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ ) প্রতীক্ষা ঝাঁকারিয়া ।

আরও পড়ুন:লক্ষাধিক টাকার গাঁজা-সহ গ্রেফতার ভিনরাজ্যের যুবক

তিনি জানান, এখনই সমস্ত তথ্য প্রকাশ করা সম্ভব নয় । এতে তদন্ত বিঘ্নিত হতে পারে । তদন্ত শেষ হলে সমস্ত তথ্য প্রকাশ্যে আনা হবে । তবে বছরের শুরুতেই বিপুল পরিমানে গাঁজা উদ্ধারের ঘটনায় পাচার চক্রের নাগাল পেতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা । এর সঙ্গে আন্তর্জাতিক ও জাতীয় মাদক চক্রের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ । ধৃতের বিরুদ্ধে ভারতীয় মাদক বিরোধী আইনের ধারাতে মামলা রুজু করা হয়েছে । পাশাপাশি আটক হওয়া গাড়ির মালিকের খোঁজ চালানো হচ্ছে । গাড়িটি চুরির কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ ।

আরও পড়ুন:বেসরকারি বাস থেকে উদ্ধার 18 কেজি গাঁজা

ABOUT THE AUTHOR

...view details