পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee : জমি বণ্টনের কাজ আটকে কেন, ভূমি সংস্কার দফতরের সচিবকে ধমক মুখ্যমন্ত্রীর - মমতা বন্দ্যোপাধ্যায়

শিল্পই তাঁর পাখির চোখ হাওড়ার প্রশাসনিক বৈঠকে বোঝালেন মুখ্যমন্ত্রী ৷ জমি বণ্টন নিয়ে আমলাকে দিলেন ধমক ৷

Mamata Banerjee
ভূমি সংস্কার দফতরের সচিবকে ধমক, শিল্পই তাঁর পাখির চোখ ফের বোঝালেন মুখ্যমন্ত্রী

By

Published : Nov 18, 2021, 6:56 PM IST

হাওড়া, 18 নভেম্বর : তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রীত্বের পদে বসে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন রাজ্যে শিল্প ও বিনিয়োগ টানাই এখন তাঁর মূল লক্ষ্য ৷ শিল্প সংক্রান্ত এমপাওয়ার্ড কমিটির মাথাতেও রয়েছেন মুখ্যমন্ত্রী ৷ বৃহস্পতিবার হাওড়ায় প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে ফের একবার তা স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন তিনি বলেন, '"আমার নিশানা শিল্প" ৷

এদিনের প্রশাসনিক বৈঠকে ওঠে হাওড়ায় শিল্পের জন্য জমি সমস্যার কথা ৷ এরপরেই এই জেলায় প্রয়োজনীয় জমি সঠিকভাবে বিলি বণ্টন হচ্ছে না বলে বিরক্তি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। 2 বছর ধরে কেন জমি বণ্টনের কাজ আটকে রয়েছে সে প্রশ্নও তোলেন তিনি ৷ জমি জট প্রসঙ্গে ভূমি সংস্কার দফতরের সচিবকে মমতা এদিন বলেন,‘‘অনেকে ইচ্ছা করে দেরি করাচ্ছে ।’’ এর পরই মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘‘আগে ইউনাইটেড ক্লিয়ারেন্স সিস্টেম ছিল ৷ সেটা এখন বন্ধ আছে কেন? কার নির্দেশে বন্ধ করা হয়েছে? কারা এত বড় বড় নেতা দেখি? দু’বছর ধরে কাজে দেরি করছে। তা হলে শিল্প হবে কী করে?’’ ভূমি দফতরের সচিব মুখ্যমন্ত্রীর সামনে জটিলতার কারণ হিসাবে কোভিড পর্বের কথা তুলে ধরেন। এই বিষয়টি নিয়ে ভূমি সংস্কার দফতর যে ইতিমধ্যেই বৈঠক করেছে সে কথাও মুখ্যমন্ত্রীকে জানান তিনি। তবে মমতা স্পষ্ট বলে দেন,‘‘আমার নিশানা শিল্প।’’ একই সঙ্গে জমি সংক্রান্ত যে জটিলতা তৈরি হয়েছে তা দ্রুত সমাধান করারও নির্দেশও দেন তিনি। হাওড়ায় এর আগে যে শিল্প তৈরি হয়েছে তার তালিকা বৃহস্পতিবার দিয়েছেন মুখ্যমন্ত্রী। তুলে ধরেছেন কর্মসংস্থানের কথাও। দু’বছর পর আগামী বছরের 20-21 এপ্রিল ফের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন করতে চলেছে রাজ্য। তাতে অলঙ্কার শিল্পের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায়।

আরও পড়ুন : Mamata Banerjee : পৌরনিগমের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোয় বিধায়ককে ধমক মুখ্যমন্ত্রীর

এদিন হাওড়ার অঙ্কুরহাটির কাছে একটি দমকল স্টেশন তৈরির নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ কোনা এক্সপ্রেসওয়ে ও অঙ্কুরহাটির কাছে বাড়তে থাকা গাড়ির চাপ সামলাতে সরকার ইতিমধ্যে পদক্ষেপ করেছে বলে শিল্পপতিদের আশ্বস্ত করেছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details