পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মিলের শ্রমিকদের দুর্গতির জন্য দায়ি মমতা, বলছেন অর্জুন - মিলের শ্রমিকদের দুর্গতির জন্য দায়ি মমতা

মিলের শ্রমিকদের ESI, প্রভিডেন্ট ফান্ডের টাকা বকেয়া রয়েছে । এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ি করলেন BJP সাংসদ অর্জুন সিং । CAA সমর্থনে এক জনসভায় এমন মন্তব্য করেন তিনি ।

Mamata Banerjee is responsible for bad condition of labors, blame BJP Leader Arjun Singh
মিলের শ্রমিকদের দুর্গতির জন্য দায়ি মমতা

By

Published : Feb 14, 2020, 4:04 AM IST

হাওড়া, 14 ফেব্রুয়ারি : মিলের শ্রমিকদের ESI, প্রভিডেন্ট ফান্ডের টাকা বকেয়া রয়েছে । এ জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ি করলেন BJP সাংসদ অর্জুন সিং । CAA -র সমর্থনে এক জনসভায় তিনি এই অভিযোগ তোলেন ।

নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে হাওড়ার বাউড়িয়া ফোর্টগ্লস্টার মিল এলাকায় এক জনসভায় অর্জুন সিং বলেন, ‘‘মিলের শ্রমিকদের ESI, প্রভিডেন্ট ফান্ডের টাকা বকেয়া রয়েছে । মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্যার কথা কোনওদিন সংসদে তোলেননি । মালিকদের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে । পিসি-ভাইপোর কম্পানিতে কিছু টাকা ডোনেশন দিয়ে মালিকরা টাকা আত্মসাৎ করেছে ।’’ নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় CAA নিয়ে বিরোধিতার জন্য বিরোধিতা করছেন । তিনি ভালো করেই জানেন যেটা আইন হয়ে গেছে সেটা মানতে হয় । এটা নিয়ে তিনি লোককে ভুল বোঝাচ্ছেন । রেলের সম্পত্তি নষ্ট করছেন । অথচ যারা রেলের সম্পত্তি নষ্ট করল তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন না ।’’

অর্জুন সিং বিদ্যুতে ৭৫ ইউনিট ছাড় দেওয়ার সিদ্ধান্তকে কটাক্ষ করেছেন । তিনি বলেন, ‘‘এটা গোয়েঙ্কাদের সঙ্গে গোপন চুক্তি । তারা কিছু দিনের জন্য ভর্তুকি দেবে । পরে দাম বাড়িয়ে তা তুলে নেবে ।"

ABOUT THE AUTHOR

...view details