পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee : হাওড়ায় 10 হাজার 400 কোটির বিনিয়োগ, 1 লক্ষ কর্মসংস্থান, ঘোষণা মমতার

হাওড়ায় বিনিয়োগ ও কর্মসংস্থানের বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর ৷

Mamata Banerjee
হাওড়ায় 10 হাজার 400 কোটির বিনিয়োগ, 1 লক্ষ কর্মসংস্থান, ঘোষণা মমতার

By

Published : Nov 18, 2021, 5:36 PM IST

হাওড়া, 18 নভেম্বর : হাওড়ার প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে বৃহস্পতিবার বড় বিনিয়োগের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন তিনি বলেন, ‘‘আগামী 2 বছরে হাওড়া জেলায় প্রায় 10 হাজার 480 কোটি টাকা বিনিয়োগের হবে ৷ সেই সংক্রান্ত বিনিয়োগ প্রস্তাব রয়েছে ৷ এর ফলে কর্মসংস্থান হবে 1 লক্ষেরও বেশি মানুষের ৷’’

মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, আগামী 2 বছরে হাওড়ায় 882টি নতুন প্রকল্প গড়ে উঠবে ৷ তাঁর কথায়, "প্রায় 10 হাজার 480 কোটি টাকা বিনিয়োগ হবে হাওড়ায় আগামী 2 বছরে ৷ ফলে 1 লক্ষ 16 হাজারেরও বেশি কর্মসংস্থান হবে ৷ তৈরি হবে শিল্প পার্ক (industrial park) ৷ " এদিন মমতা বন্দ্য়োপাধ্যায় বিনিয়োগকারীদের কাছে আবেদন জানিয়েছেন, বাইরে থেকে লোক না নিয়ে এসে স্থানীয়দের কর্মী হিসাবে নিযোগ করতে ৷

আরও পড়ুন : Calcutta High Court : চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ মামলার হলফনামায় ত্রুটি, ফের জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিনিয়োগের ক্ষেত্রে শিল্পপতিদের জমি পেতে যাতে কোনও সমস্যা না হয় তার জন্য ভূমি সংস্কার দফতর ও জেলা প্রশাসনকে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা ৷ এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী 14 ডিসেম্বর হাওড়ার শিল্প বিনিয়োগ নিয়ে শিল্পপতিদের সঙ্গে রাজ্য ও জেলা প্রশাসনের একটি সিনার্জি বৈঠক আয়োজন করা হবে ৷ সেখানে শিল্পপতিরা তাঁদের সমস্যার কথা তুলে ধরতে পারবেন ৷ এই বৈঠকে বিনিয়োগকারীদের সমস্যার দ্রুত সমাধানের চেষ্টা করা হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন ৷

তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পদে এসে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বিনিয়োগ টানতে জোর দিয়েছেন ৷ সেদিক থেকে হাওড়ায় এই বিপুল বিনিয়োগের ঘোষণা নয়া মাত্রা যোগ করল বলেই মনে করা হচ্ছে ৷ বাংলার নিজস্ব ডেয়ারি ব্র্যান্ড 'বাংলা ডেয়ারি' চলতি বছর থেকেই বাজারে মিলতে শুরু করবে বলে এদিন রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে ৷ প্রথম ধাপে রাজ্যে 'বাংলা ডেয়ারি'র 512টি বিপণী খুলবে বলে জানা গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details