হাওড়া, 2 ডিসেম্বর:হাওড়া বিভাগে নন-ইন্টারলকিং কাজের দরুন আবার একাধিক ট্রেন বাতিল করল পূর্ব রেল ৷ হাওড়া-বর্ধমান কর্ড লাইনে চেরাগ্রাম, গুড়াপ, জাউগ্রাম এবং মশাগ্রাম স্টেশনে নন-ইন্টারলকিং-এর কাজের জন্য 2 ও 3 ডিসেম্বর (শনিবার, রবিবার) 7 ঘণ্টার জন্য ট্রাফিক এবং পাওয়ার ব্লক পরিকল্পনা করা হয়েছে ৷
2 ডিসেম্বর বাতিল হওয়া ইএমইউ ট্রেনের তালিকা
- হাওড়া থেকে 36849, 36851, 36855
- বর্ধমান থেকে 36860
3 ডিসেম্বর বাতিল হওয়া ইএমইউ ট্রেনের তালিকা
- হাওড়া থেকে- 36811, 36813
- বর্ধমান থেকে- 36812, 36814, 36816, 36818
ব্যান্ডেল-বর্ধমান লাইনে ঘুরপথে চলা ট্রেনের তালিকা
- 12321 হাওড়া-মুম্বই এক্সপ্রেস (হাওড়া থেকে 2 ডিসেম্বর রওনা দেওয়ার কথা)
- 12331 হাওড়া-জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেস (হাওড়া থেকে 2 ডিসেম্বর রওনা দেওয়ার কথা)
- 12307 হাওড়া-যোধপুর এক্সপ্রেস (হাওড়া থেকে 2 ডিসেম্বর)
- 12377 শিয়ালদহ- নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস (শিয়ালদা থেকে 2 ডিসেম্বর রওনা দেওয়ার কথা)
বর্ধমান-ব্যান্ডেল লাইনে ঘুরপথে চলা ট্রেনের তালিকা।
- 12370 দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস (বর্ধমান পৌঁছবে 3 ডিসেম্বর)
- 12308 যোধপুর-হাওড়া এক্সপ্রেস (বর্ধমান পৌঁছবে 3 ডিসেম্বর)
- 12346 গুয়াহাটি-হাওড়া সারাইঘাট এক্সপ্রেস (বর্ধমান পৌঁছবে 3 ডিসেম্বর)
- 12353 রাজেন্দ্র নগর-হাওড়া এক্সপ্রেস (বর্ধমান পৌঁছবে 3 ডিসেম্বর)
- 12176 গোয়ালিয়র-হাওড়া এক্সপ্রেস (বর্ধমান পৌঁছবে 3 ডিসেম্বর)
- 12334 প্রয়াগরাজ রামবাগ-হাওড়া বিভূতি এক্সপ্রেস (বর্ধমান পৌঁছবে 3 ডিসেম্বর)
- 12312 কালকা-হাওড়া এক্সপ্রেস (বর্ধমান পৌঁছবে 3 ডিসেম্বর)
- 13148 বামনহাট-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস (বর্ধমান পৌঁছবে 3 ডিসেম্বর)
- 12344 হলদিবাড়ি-শিয়ালদা দার্জিলিং মেল (বর্ধমান পৌঁছবে 3 ডিসেম্বর)
যাত্রীদের অসুবিধার জন্য পূর্ব রেল দুঃখ প্রকাশ করেছে ৷
আরও পড়ুন:
- ডিসেম্বরে শুরুতেই বাতিল পূর্ব রেলের একাধিক ট্রেন
- শীতের শুরুতেই কুয়াশার জেরে বাতিল পূর্ব রেলের একাধিক ট্রেন, দেখুন তালিকা
- ফের উদাসীনতা ! ট্রেনের ধাক্কায় 3টি হাতির মৃত্যু, প্রশ্নের মুখে রেল