পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ব্রিজের চর্চা বাড়াতে নিজেই অ্যাকাডেমি খুলছেন সোনাজয়ী কাচ্চু - kacchu

নিজের উদ্যোগে অ্যাকাডেমি খুলতে চলেছেন এশিয়াডে সোনাজয়ী ব্রিজ খেলোয়াড় শিবনাথ দে সরকার ওরফে কাচ্চু।

এশিয়াডে সোনাজয়ী ব্রিজ খেলোয়াড় শিবনাথ দে সরকার

By

Published : Mar 9, 2019, 12:12 PM IST

হাওড়া, ৯ মার্চ : ভারতে চাইলেই উজ্জ্বল হতে পারে ব্রিজের ভবিষ্যৎ। তাই নিজের উদ্যোগেই অ্যাকাডেমি খুলতে চলেছেন এশিয়াডে সোনাজয়ী ব্রিজ খেলোয়াড় শিবনাথ দে সরকার ওরফে কাচ্চু।

ETV ভারতকে তিনি জানান, এখনও যেহেতু জায়গা পাওয়া যায়নি, সেহেতু নিজের বাড়িতেই সেই অ্যাকাডেমি খুলবেন তিনি। তাই বলা যায়, প্রথম ব্রিজ অ্যাকাডেমি হতে চলেছে হাওড়া শহরেই। সেখানে অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে উৎসাহিতদের। অ্যাকাডেমিতে প্রশিক্ষক হিসেবে কেবল কাচ্চুই নয়, থাকবেন বিদেশের ব্রিজ খেলোয়াড়রাও।

তিনি জানান, খুব তাড়াতাড়িই সব পরিকল্পনা মাফিক শুরু হবে ব্রিজ অ্যাকাডেমি। এই খেলার চর্চা বাড়াতে এবার বাংলাদেশে পাড়ি দিচ্ছেন কাচ্চু। সেখান থেকে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। জানা গেছে, বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের উদ্যোগে দু'দিনের সেমিনারে যোগ দেবেন তিনি ও অন্যতম সোনাজয়ী সহ-খেলোয়াড় প্রণব বর্ধণ। এবিষয়ে তিনি জানান, বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী ও সিনিয়র ব্রিজ খেলোয়াড়রা এই সেমিনারে অংশ নেবে।

শুধু বাংলাদেশ নয়, ভারতেও ব্রিজের ভবিষ্যৎ উজ্জ্বল। ব্রিজের মতো ইভেন্ট থেকে ভারতের ঝুলিতে বেশ কয়েকটি পদক আসবে বলে আশা সোনাজয়ী ব্রিজ খেলোয়াড় কাচ্চুর।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details