পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাওড়ায় এবার হাত বাড়ালেই মিউটেশন - Howrah municipal corporation to start mutation of flats at their doorstep from tomorrow

হাওড়া পৌরনিগম এলাকায় দীর্ঘদিন ফ্ল্যাটের মিউটেশন না হওয়ার কারণে সমস্যায় পড়েছেন ফ্লাটের মালিকরা । এবারে হাতে গরম পরিষেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে হাওড়া পৌরনিগম ।

হাওড়ায় এবার হাত বাড়ালেই মিউটেশন
হাওড়ায় এবার হাত বাড়ালেই মিউটেশন

By

Published : Jun 18, 2021, 7:29 PM IST

হাওড়া, 18 জুন : এবারে হাত বাড়ালেই পাওয়া যাবে আবাসন তথা বাড়ির মিউটেশন । হাওড়া পৌরনিগমের পক্ষ থেকে দুয়ারে সরকারের আদলে আগামীকাল থেকে নতুন প্রকল্প চালু হতে চলেছে । এর ফলে মালিকরা আবাসনের মধ্যেই নিজেদের ফ্ল্যাটের মিউটেশন করাতে পারবেন ।

হাওড়া পৌরনিগম এলাকায় দীর্ঘদিন ফ্ল্যাটের মিউটেশন না হওয়ার কারণে সমস্যায় পড়েছেন ফ্ল্যাটের মালিকরা । এবারে হাতে গরম পরিষেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে হাওড়া পৌরনিগম । সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে এই পৌর নিগমের পৌর প্রশাসকমণ্ডলী গঠন করা হয় । কিছুদিন আগে এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রশাসকমণ্ডলীর সদস্যরা মিউটেশনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

হাওড়া পৌরনিগমের পৌর প্রশাসকমণ্ডলীর সদস্য ভাস্কর ভট্টাচার্য জানিয়েছেন, এবার থেকে বিভিন্ন আবাসনে পৌরনিগমের কর বিভাগের কর্মীরা শিবির করবেন । যেসব আবাসন বিল্ডিং রুল মেনে তৈরি হয়েছে সেইসব আবাসনের রেজিস্ট্রি হয়ে থাকলে তাদের মিউটেশন করা হবে । করোনা বিধিনিষেধ থাকায় বন্ধ গণপরিবহণ ৷ তাই অনেকেই পৌর নিগমের অফিসে আসতে পারছেন না । তাই তাঁদের সুবিধার জন্যই এই পদক্ষেপ ৷ "

মালিকরা আবাসনের মধ্যেই নিজেদের ফ্ল্যাটের মিউটেশন করাতে পারবেন

আরও পড়ুন :বর্ষার শুরুতেই জলমগ্ন হাওড়া

তিনি আরও বলেন, "দুয়ারে সরকারের অনুকরণেই এই প্রকল্প ৷ এতে পৌরনিগমের আয় বাড়বে । তবে মানুষকে পরিষেবা দেওয়ার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে । আগামীকাল শালিমার এলাকায় স্বর্ণময়ী রোডে হাওড়া পৌরনিগমের উদ্যোগে একটি আবাসনে এই শিবিরের আয়োজন করা হবে ।"

ABOUT THE AUTHOR

...view details