পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Eastern Railway: দীপাবলীতে হাওড়া-দেরাদুন ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন - ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন

ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেনের ঘোষণা পূর্বরেলের(Eastern Railway)৷ কালীপুজোয় হাওড়া ও দেরাদুন ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন চলবে ৷

Etv Bharat
দীপাবলীতে হাওড়া দেরাদুন ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন

By

Published : Oct 19, 2022, 7:00 PM IST

হাওড়া, 19 অক্টোবর:উৎসবের মরশুমে যাত্রী চাপ কমানোর জন্য হাওড়া ও দেরাদুনের মধ্যে স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করল পূর্বরেল(Howrah Dehradun Festival Special Train on Diwali)।

04316 দেরাদুন-হাওড়া রিজার্ভড ফেস্টিভ্যাল স্পেশাল এক্সপ্রেস চলতি মাসের 20-27 তারিখ যাত্রা শুরু করবে । সপ্তাহের প্রতি বৃহস্পতিবার রাত্রি 12টা 30 মিনিটে ছেড়ে পরের দিন সকাল 9টা 15 মিনিটে হাওড়া পৌঁছবে ।

04315 হাওড়া-দেরাদুন রিজার্ভড ফেস্টিভ্যাল স্পেশাল এক্সপ্রেস 21 ও 28 তারিখে হাওড়া থেকে বেলা 12টা 30 মিনিটে ছেড়ে পরের দিন রাত্রি 8টা নাগাদ দেরাদুন পৌঁছবে ।

ট্রেনগুলো তাদের যাত্রাপথে আসানসোল, মধুপুর ও জসিডি স্টেশনে দাঁড়াবে । এই ট্রেনে সাধারণ, দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাস ও বাতানুকূল কামরাও থাকবে বলে জানা যাচ্ছে । এই ট্রেনের বুকিং (04315) শুরু হবে অক্টোবর মাসের 19 তারিখ থেকে(Diwali Special Train)।

পূর্বরেলের বুকিং কাউন্টার ও আইআরসিটিসির ওয়েবসাইট থেকেও টিকিট কাটা যাবে । এই ট্রেনে বিশেষ ভাড়া লাগু হবে অন্যান্য স্পেশাল ট্রেনের মতোই । এছাড়াও কোনও ধরনের আর্থিক ছাড় টিকিটের দামে প্রযোজ্য হবে না-বলেই জানা যাচ্ছে পূর্বরেল সূত্রে । তবে এতে তৎকাল টিকিটের সুবিধা থাকছে না ৷

আরও পড়ুন :এবার ক্রুজ পরিষেবা দেবে আইআরসিটিসি, থাকছে জলপথে ভ্রমণের বিশেষ প্যাকেজ

ABOUT THE AUTHOR

...view details