বেলুড়, 14 এপ্রিল: আজ চৈত্র সংক্রান্তি ৷ বাংলা ক্যালেন্ডার অনুসারে বছরের শেষ দিন ৷ শুক্রবার চৈত্র সংক্রান্তির সকালে বেলুড় মঠে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ দক্ষিণ ভারতে রামকৃষ্ণ মিশনের কোচি শাখার 75তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ ৷ এই অনুষ্ঠান উপলক্ষ্যে বেলুড় মঠের মায়ের ঘাট থেকে সংগৃহীত গঙ্গাজল পাঠানো হচ্ছে কোচির রামকৃষ্ণ মঠে । আজ তার প্রতীকী অনুষ্ঠানে কোচি শাখার তরফে গঙ্গাজলের কলসিটি গ্রহণ করেন বাংলার রাজ্যপাল ৷
শুক্রবার সকালে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচি আশ্রমের অধ্যক্ষ স্বামী ভুবনাত্মানন্দ ও আশ্রম ট্রাস্টের অন্য সদস্যরা ৷ রাজ্যপাল নিজে গঙ্গাজল ভরতি কলসিটি তুলে দেন কোচির রামকৃষ্ণ মিশনের মহারাজদের হাতে ৷ এই উদ্যোগ নেওয়ার জন্য রাজ্যপালকে ধন্যবাদ জানিয়েছেন মহারাজরা ৷ কোচির রামকৃষ্ণ মিশনের 75তম বর্ষের অনুষ্ঠান উদ্বোধনে ব্যবহার হবে বেলুড়মঠের মা সারদা দেবীর গঙ্গার ঘাট থেকে সংগৃহীত গঙ্গাজল ৷ কেরলের রামকৃষ্ণ মিশনের অনুষ্ঠানের জন্য গঙ্গার জল নিতেই তাঁর এই বেলুড় মঠে আগমন বলে জানা গিয়েছে ৷ বেলুড় মঠ সূত্রে জানানো হয়েছে, গঙ্গাজল ভরতি এই কলসটি কোচি আশ্রমের রামকৃষ্ণ মন্দিরের গর্ভগৃহে রক্ষিত হবে ৷