পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টোটোতে কুলার, TV, ওয়াইফাই ! - Air Cooler

শিবপুরের গৌতম রায়ের টোটো তো নয় যেন বিলাসবহুল গাড়ি ৷ কী নেই টোটোতে ৷ এয়ার কুলার, রঙিন TV, ফ্রি ওয়াইফাই সব ৷

টোটো

By

Published : Aug 2, 2019, 8:50 PM IST

শিবপুর, 2 অগাস্ট : ক্যালেন্ডারে বর্ষা এলেও শহর ও শহরতলিতে দেখা নেই বৃষ্টির । রাস্তায় বেরিয়ে ঘেমে নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে । টোটো বা অটোতে তো আরও খারাপ অবস্থা ৷ একসাথে একাধিক যাত্রী নিয়ে টোটো বা অটো যদি রাস্তায় জ্যামে আটকে যায় তাহলে তো কথাই নেই । যাত্রীদের অবস্থা তখন তথৈবচ ৷ না পারেন নামতে না পারেন বসে থাকতে ৷ তবে শিবপুরে অবশ্য সে যন্ত্রণা নেই ৷ সেখানে শুধু গৌতম রায়ের টোটো খুঁজে উঠে পড়ুন ব্যাস ৷ টোটো তো নয় যেন বিলাসবহুল কোনও গাড়ি ৷ কী নেই সেখানে ৷ যাত্রীদের স্বচ্ছন্দ্যের কথা ভেবে টোটোতে কুলার লাগিয়েছেন গৌতম রায় ৷ যাত্রীদের পথক্লান্তি দূর করতে টোটোতেই লাগানো হয়েছে রঙিন TV ও ওয়াইফাইও ৷ ক্যাশলেস পেমেন্টের ব্যবস্থাও রেখেছেন । অর্থাৎগৌতম রায়ের এই টোটোতে রয়েছে একগুচ্ছ চমক ।

হাওড়া শহরের দক্ষিণে অবস্থিত শিবপুর অন্যতম ব্যস্ত এলাকা ৷ শিবপুরের অবনি মল সংলগ্ন আপার ফরশোর রোডে সারাদিন ধরে চলে একাধিক টোটো । এই রুটেই টোটো চালান গৌতম কুমার রায় । দীর্ঘদিন টোটো চালানোর অভিজ্ঞতায় তিনি দেখেছেন সিগন্যালে দাঁড়িয়ে থাকার সময় গরমে কষ্ট হয় যাত্রীদের । গরমে ঘামতে ঘামতে অনেকে টোটো থেকে নেমেও যান ৷

যাত্রীদের স্বাচ্ছন্দ্য দিতে তিনি ঠিক করেন টোটোটিকে অন্যভাবে সাজাবেন ৷ যেমন ভাবা তেমন কাজ । টোটোর পিছন দিকে কুলার বসান । ব্যাটারি চালিত এই কুলার যাত্রীদের ক্লান্তি দূর করে৷ লাগিয়েছেন TV ও ওয়াইফাই৷

গৌতম রায় বলেন, "মহিলারা টোটোতে উঠেই তাড়া দিতে থাকেন ৷ বলেন, তাড়াতাড়ি বাড়ি না পৌঁছালে পছন্দের সিরিয়াল মিস হয়ে যাবে ৷ তাঁদের কথা মাথায় রেখে টোটোতে রঙিন TV-র ব্যবস্থা করেছি । এর পাশাপাশি ফ্রি ওয়াইফাই তো রয়েছেই । ভাড়া অন্য টোটোগুলির মতোই ৷ এসব পরিষেবার জন্য আলাদা করে ভাড়া নিই না ৷"

অর্থাৎঅত্যন্ত স্বল্পমূল্যে টোটোয় বসে যে কেউ পাবেন কুলার, TV ও ওয়াইফাইয়ের সুবিধা । গৌতম রায় জানান, ক্যাশলেস পেমেন্টের সুবিধাও রয়েছে ৷ ভবিষ্যতে তিনি কার্ডে পেমেন্ট চালু করবেন ৷ তাঁর ইচ্ছে টোটোতেই POS মেশিন রাখার ৷ এখানেই শেষ নয়, যাত্রীদের ঠান্ডা জল দিতে খুব শিগগিরই টোটোতে ফ্রিজও রাখবেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details