পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Durga Puja : কোভিড আবহেই খুঁটিপুজো হাওড়ার সদানন্দ স্মৃতি সংঘে - খুঁটিপুজো

কোভিড আবহেই দশভূজার আবাহনের প্রস্তুতি শুরু ৷ সোমবার রথযাত্রা ৷ এদিনই খুঁটিপুজো সেরে নিল হাওড়ার সদানন্দ স্মৃতি সংঘ ৷ উদ্যোক্তারা জানালেন, যাবতীয় কোভিড প্রোটোকল মেনেই করা হবে পুজোর আয়োজন ৷

Durga Puja : Khuti Puja at howrah Sadananda Smriti Sangha
Durga Puja : কোভিড আবহেই খুঁটিপুজো হাওড়ার সদানন্দ স্মৃতি সংঘে

By

Published : Jul 12, 2021, 2:27 PM IST

হাওড়া, 12 জুলাই :কোভিড আতঙ্ক এখনও কাটেনি ৷ বিশেষজ্ঞদের পূর্বাভাস, আসছে অক্টোবর-নভেম্বরেই দেশজুড়ে আছড়ে পড়তে পারে করোনার (Covid-19) তৃতীয় ঢেউ (third wave) ৷ সেই আশঙ্কার মধ্যেই শারদোৎসবের প্রস্তুতি শুরু করে দিল আমবাঙালি ৷ সোমবার রথযাত্রা ৷ প্রথা মেনে এদিনই বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হল খুঁটিপুজো ৷ হাওড়ার বড় বারোয়ারি দুর্গাপুজোগুলোর মধ্যে অন্যতম সদানন্দ স্মৃতি সংঘের পুজো ৷ তাদেরও খুঁটি পুজো হল এদিন ৷

আরও পড়ুন :প্রথা মেনে পুজো হলেও মহিষাদলে এবারও গড়াবে না রথের চাকা

পুজোর উদ্যোক্তারা জানালেন, এবার তাঁদের পুজোর হীরক জয়ন্তী ৷ থিম ‘নাটমন্দির’ ৷ তবে বাস্তবের কোনও নাটমন্দিরের অনুকরণ নয় ৷ শিল্পীর কল্পনা অনুসারেই গড়া হবে পুজোর মণ্ডপ ৷ যেহেতু কোভিড আবহে পুজোর আয়োজন, তাই যাবতীয় কোভিড প্রোটোকল মেনেই সমস্তটা পরিচালনা করা হবে ৷

যাবতীয় কোভিড প্রোটোকল মেনেই করা হচ্ছে পুজোর প্রস্তুতি ৷

আরও পড়ুন :পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা

পুজো কমিটির তরফে সদস্যরা জানিয়েছেন, পুজোর সময় প্রশাসন যে গাইডলাইন নির্দিষ্ট করে দেবে, তা মেনেই পুজো করা হবে ৷ প্রশাসন যদি যদি অনুমতি দেয়, তবেই দর্শনার্থীদের পুজোমণ্ডপে ঢোকার অনুমতি দেওয়া হবে, নচেৎ নয় ৷ এছাড়াও শারীরিক দূরত্ববিধি, মাস্ক প্রভৃতি অনুশাসন মানতে হবে সকলকে ৷ থাকবে স্যানিটাইজেশনের ব্যবস্থাও ৷

আরও পড়ুন :বিধিনিষেধ মেনে পালিত হবে মায়াপুর ইসকনের রথযাত্রা

কোভিড আবহে অনেকেই পুজোর সময় প্রতিমা দর্শন করতে বেরোবেন না ৷ তাঁরাও যাতে দেবীদর্শন থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে ভার্চুয়ালি প্রতিমা ও মণ্ডপ দেখার বন্দোবস্ত করা হবে ৷ তবে আয়োজনে আবেগের খামতি না থাকলেও বাজেট হয়তো অনেকটাই কাটছাঁট করতে হবে ৷ কারণ, অতিমারির আবহে চাঁদা সেভাবে উঠবে না ৷ তাছাড়া, যেসব বেসরকারি সংস্থাগুলি পুজোয় অনুদান বা বিজ্ঞাপন দেয়, তাদের অবস্থাও তথৈবচ ৷ তাই সীমিত সাধ্যের মধ্যেই সারতে হবে মাতৃ আরাধনা ৷

ABOUT THE AUTHOR

...view details