বাগনান, 25 জুন : ময়নাতদন্তের পর বাগনানের বাড়িতে ফিরল মহিলার মৃতদেহ । মৃতদেহ পৌঁছাতেই ভিড় জমল তাঁর বাড়িতে । তাঁকে শেষ শ্রদ্ধা জানান প্রতিবেশীরা। উপস্থিত হন BJP মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল ও দলীয় নেতা-কর্মীরা । এদিকে, অভিযুক্তদের পক্ষে যাতে কোনও আইনজীবী না দাঁড়ান সেই দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা । যোগ দেন প্রতিবেশীরাও । বিক্ষোভ দেখানো হয় উলুবেড়িয়া মহকুমা আদালত চত্বরে ।
মঙ্গলবার বাগনানের গোপালপুরে এক যুবতিকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে । অভিযোগ, বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা করে কয়েকজন । চিৎকার শুনে বাঁচাতে এলে তার মাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় । এরপরই এলাকার কয়েকজনকে নিয়ে ওই যুবতির বাড়ি থেকে বের হতে দেখা যায় স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী কুশ বেরাকে । এদিকে, মেয়েকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয় যুবতির মা'র । কুশ বেরার বিরুদ্ধে বাগনান থানায় অভিযোগ দায়ের করা হয় । এরপরই কুশ বেরাকে বহিষ্কার করে তৃণমূল । গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের ।
গতকালই এই তৃণমূল নেতা ও তাঁর সঙ্গীদের শাস্তির দাবিতে সরব হন স্থানীয় BJP নেতৃত্ব । লকেট চট্টোপাধ্যায় বলেন, "তৃণমূল নামক দলটি ধর্ষণ করার লাইসেন্স পেয়ে গেছে । একজন মানুষকে সিঁড়ি থেকে ফেলে খুন করা হয়েছে । ঘটনার পর এতক্ষণ কেটে গেলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি । পুলিশের কাছে গ্রেপ্তারের দাবি জানালে তারা সময় চাইছে । কিন্তু কত সময়ের মধ্যে তারা গ্রেপ্তার করতে পারবে সেবিষয়ে স্পষ্ট কিছু বলছে না । এই সময়ে ওই মহিলা কোরোনায় মারা গেছেন তা প্রমাণ করার চেষ্টা হবে । আমরা চাই, যাতে একজনকে খুন এবং একজনকে ধর্ষণের চেষ্টা, এই দুই অভিযোগেই মামলা রুজু হোক ।"