পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেলুড় মঠে কোভিড টিকাকরণ শুরু, দুঃস্থদের জন্য বিশেষ ছাড় - বেলুড় মঠে কোভিড টিকাকরণ

বেলুড় মঠে শুরু হল কোভিড টিকা দেওয়ার কাজ । দুটি ডোজই তারা দেবে বলে জানিয়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষ । এই টিকাকরণে বিপুল সাড়া মিলেছে ৷

covid vaccination
বেলুড় মঠে শুরু কোভিড টিকাকরণ, মিলছে 2 ডোজই

By

Published : Jul 1, 2021, 5:01 PM IST

হাওড়া, 1 জুলাই :বেলুড় মঠে আজ থেকে শুরু হল কোভিড টিকাকরণ । টিকার দুটি ডোজই পাওয়া যাবে বলে জানিয়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষ ।

পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী, আজ থেকে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরে কোভিড টিকা দেওয়ার কজ শুরু হল । একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে এই টিকা দেওয়া হচ্ছে বলে মঠ সূত্রে খবর । এখন থেকে যে কেউ সেখানে টিকা নিতে পারবেন বলে বেলুড় মঠের তরফে জানানো হয়েছে ।

টিকার দাম 780 টাকা ধার্য করা হলেও, দুঃস্থদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে বেলুড় মঠের তরফ থেকে। এখানে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার কোভিড টিকা দেওয়ার কাজ চলবে । প্রাথমিক ভাবে 300 জনকে টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া হবে ৷ দূর-দূরান্ত থেকে অগণিত মানুষ টিকাকরণের জন্য বেলুড় মঠে যাচ্ছেন । সেখানে টিকাকরণের ব্যবস্থা করার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ । বেলুড় মঠের এই কাজে তাঁরা যথেষ্টই খুশি ।

আরও পড়ুন:লোকাল ট্রেন-মেট্রো না চালানো খামখেয়ালি, চালু করতে রেলমন্ত্রীকে চিঠি স্বপনের

এই প্রসঙ্গে বেলুড় মঠের তরফে জানানো হয়েছে, মানুষের বিপুল সাড়া পাওয়া যাচ্ছে । টিকাকরণের জন্য প্রচুর মানুষ ফোনে নাম লেখাচ্ছেন। বেলুড়ে কোভিড টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে । যাঁর যে ডোজ প্রয়োজন, তিনি সেই ডোজই পেয়ে যাবেন । 18 - 45 বছরের মানুষদের বেলুড় মঠে টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে । বেলুড় মঠের পার্শ্ববর্তী এলাকা থেকেও যেমন মানুষ যাচ্ছেন, ঠিক তেমনি সুদূর নবদ্বীপ থেকেও লোকেরা যাচ্ছেন কোভিড টিকা নিতে । সাধারণ মানুষের এই সাড়া দেখে অবাক বেলুড় মঠ কর্তৃপক্ষ ।

আরও পড়ুন:ইউরোপীয় ইউনিয়নের আটটি দেশে স্বীকৃতি পেল সেরামের কোভিশিল্ড

এর আগে বেলুড় রামকৃষ্ণ মিশন পরিচালিত পলিটেকনিক কলেজ শিল্পমন্দিরে কয়েকটি ক্লাসরুম ও প্রার্থনা কক্ষ খুলে দেওয়া হয়েছিল সর্বসাধারণের জন্য । সেখানে 50 শয্যার সেফ হোম তৈরি করে অল্প লক্ষণযুক্ত কোভিড রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয় । রোগীদের পরিষেবা দেওয়ার জন্য চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবীদের যুক্ত হওয়ার আহ্বানও জানানো হয়েছিল মিশনের পক্ষ থেকে ।

ABOUT THE AUTHOR

...view details