পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যীশুর প্রাক জন্মদিন পালন বেলুড় মঠে - Belur

শ্রীরামকৃষ্ণদেবের মন্দিরে প্রভু যীশুর ছবি বসানো হয় । ছবির সামনে রাখা হয় কেক, লজেন্স, ফল, পেস্ট্রি ও মিষ্টি ।

Belur math
Belur math

By

Published : Dec 24, 2020, 9:34 PM IST

বেলুড়, 24 ডিসেম্বর : ভক্তবিহীন বেলুড় মঠে পালিত হল যীশুর প্রাক জন্মদিন । বড়দিন উপলক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় আলোয় সেজে উঠল বেলুড় মঠ ৷ রামকৃষ্ণ মঠ ও মিশনেই যিশু বন্দনা ও বাইবেল পাঠের আয়োজন করা হয় ৷

প্রতি বছরের মতো এবছরও যীশুখ্রিস্টের জন্মদিনের আয়োজন করে রামকৃষ্ণ মঠ ও মিশন । যীশুর ছবির সামনে রাখা হয় কেক, ফল, কফি ৷ বাইবেল পাঠ ও প্রাক ক্রিসমাস উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে ভিড় জমাতেন বেলুড় মঠে । কিন্তু এই বছর কোরোনা পরিস্থিতির জন্য ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে । সন্ধ্যা আরতির পর শুরু হয় যীশুর আরাধনা । ছবির সামনে রাখা হয় কেক, লজেন্স, ফল, পেস্ট্রি ও মিষ্টি । ক্যারলের মাধ্যমে পুজোর সূচনা হয় । ইংরেজি ও বাংলায় বাইবেল পাঠ করা হয় । উপস্থিত ছিলেন বেলুড় মঠের সন্ন্যাসীরা । পরে যীশুর জন্মকাহিনী পাঠ করা হয় ।

রামকৃষ্ণ মিশনে যীশুর জন্মদিন পালন নিয়ে নানা গল্প কথিত রয়েছে ৷ মঠ সূত্রে জানা গিয়েছে, শ্রীরামকৃষ্ণ সব রকম সাধনাই করেছিলেন দক্ষিণেশ্বরে । হিন্দুদের শৈব সাধনা, শক্তি-সাধনা, বৈষ্ণব সাধনা, বেদান্ত সাধনার পর তাঁর ইচ্ছা হয়েছিল মুসলিম সম্প্রদায়ের মানুষ কেমন করে ভগবানকে ডাকে, তা জানার । পরবর্তীতে তিনি নমাজ় পাঠও করেন । এরপরই খ্রিস্টানরা কেমন করে সাধনা করেন তাও জানার আগ্রহ প্রকাশ করেন । এরপর এক ভক্তকে তিনি বলেন, খ্রিস্টান ধর্ম সম্পর্কে আমাকে কিছু পড়ে শোনাও।

ABOUT THE AUTHOR

...view details