পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাওড়ায় বিজেপির পার্টি অফিস ভাঙচুর, অভিযোগ তৃণমূলের দিকে - bjp tmc clash

হাওড়ার উলুবেড়িয়ায় বিজেপির পার্টি অফিস ভাঙচুরের ঘটনা। অভিযোগের তির শাসকদলের দিকে ৷ অভিযোগ অস্বীকার তৃণমূলের। ঘটনাস্থলে উলুবেড়িয়া থানার পুলিশ।

By

Published : May 17, 2021, 10:40 PM IST

17 মে, হাওড়া; হাওড়ার উলুবেড়িয়া পুরসভার ২১নং ওয়ার্ডের ফুলেশ্বর বাসস্টান্ডের কাছে বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়। আজ সকালে বিজেপি কর্মীরা তাঁদের কার্যালয়ে গিয়ে দেখেন ভেঙে দেওয়া হয়েছে চেয়ার, টেবিল। ছিড়ে দেওয়া হয়েছে ফ্লেক্স ও ব্যানার। পাশাপাশি কার্যালয়ের দরজাও ভাঙা এবং ভিতর থেকে উধাও টিভি এবং গুরুত্বপূর্ণ দলীয় কাগজপত্র। বিজেপির অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে।

তাদের অভিযোগ, উলুবেড়িয়া পূর্ব বিধানসভার নির্বাচনে এই ওয়ার্ড থেকে বিজেপি লিড পেয়েছে। সামনেই পুরসভার নির্বাচন,এই জন্যই হারার ভয়ে, বিজেপি কর্মীদের ভয় দেখাতেই এই ঘটনা তৃণমূল ঘটিয়েছে । এই প্রসঙ্গে হাওড়া গ্রামীণ বিজেপির সহ-সভাপতি রমেশ সাধুখাঁ অভিযোগ করেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভার এই ওয়ার্ডে বিধানসভায় তারা এগিয়েছিল। তাই এখানকার বিজেপি কর্মীদের থামাতেই স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে পরিকল্পনা করে এই ভাঙচুর করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, হাওড়ার গ্রামীণ এলাকায় বিজেপির পাঁচ হাজার কর্মীরা সন্ত্রস্ত হয়ে ঘর ছেড়েছেন । এছাড়াও বহু পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে বিধানসভার নির্বাচনের ফলাফল ঘোষণার পর।

যদিও শাসকদলের পক্ষ থেকে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো উত্তর পাওয়া যায়নি। ঘটনাস্থলে উলুবেড়িয়া থানার পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details