পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খুলল বেলুড় মঠ, প্রথম দিনেই ভিড় দর্শনার্থীদের - Belur Math is opening today for visitors

মঠ খোলা থাকবে সকাল সাড়ে 8টা থেকে বেলা 11টা ও দুপুর সাড়ে 3টে থেকে বিকেল 4টে বেজে 15 মিনিট পর্যন্ত । মঠ খুললেও আপাতত প্রসাদ বিতরণ বন্ধ থাকছে । বন্ধ থাকছে মিউজ়িয়ামও ।

Belur Math is opening today for visitors
দর্শনার্থীদের জন্য বেলুড় মঠ খুলছে আজ

By

Published : Feb 10, 2021, 8:49 AM IST

Updated : Feb 10, 2021, 11:59 AM IST

বেলুড়, 10 ফেব্রুয়ারি : পূর্ব নির্ধারিত ঘোষণা মতো আজ খুলল বেলুড় মাঠ । আজ থেকে আগের মতোই মঠের ভক্ত ও সাধারণ দর্শনার্থীরা বেলুড় মঠ দর্শনে আসতে পারবেন । তবে করোনার কারণে বেশ কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে মঠে আসা দর্শনার্থীদের । মঠ সূত্রে জানা গিয়েছে, বুধবার থেকে বেলুড় মঠ খোলা থাকবে সকাল সাড়ে 8টা থেকে বেলা 11টা ও দুপুর সাড়ে 3টে থেকে বিকেল পাঁচটা বেজে 15 মিনিট পর্যন্ত ।

ফের বেলুরমঠের দরজা খুলতেই সকাল থেকে দেখা গেল পরিচিত দীর্ঘ লাইন । কোরোনার কারণে গত কয়েক মাস ধরে বেলুরমঠের পুজো দেখার একমাত্র উপায় ছিল মঠের ইউটিউব চ্যানেল । ফের মঠে এসে পুজো দেখার আনন্দ নিতে ভক্তদের ভিড় দেখা গেল বুধবার সকালে ।

মঠের তরফে জানানো হয়েছে, সকল ভক্ত ও দর্শনার্থীদের মাস্ক পরে মঠে ঢোকা আবশ্যক । মঠের মুখ্য দুয়ারের সামনে তাঁদের থার্মাল পরীক্ষা করা হচ্ছে । আগত সকলের জন্য হ্যান্ড স্যানিটাইজ়ারের ব্যাবস্থা করা হয়েছে । মঠের কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আপাতাত আগত ভক্ত ও দর্শনার্থীরা রামকৃষ্ণ মন্দির, সারদা মন্দির, বিবেকানন্দ মন্দির ও ব্রহ্মনন্দ মন্দির দর্শন করতে পারবেন । তবে, বন্ধ থাকছে মিউজ়িয়াম । প্রতিটি মন্দির যাওয়ার জন্য একটি নির্দিষ্ট পথ করা হয়েছে । সেই পথের পুরোটায় প্রতি ছয় ফুট অন্তর একটি করে অবস্থান চিহ্ন থাকছে ।

আরও পড়ুন : 10 ফেব্রুয়ারি থেকে সাধারণের জন্য় পুনরায় খুলছে বেলুড় মঠ

বুধবার থেকে মঠ খুললেও আপাতত প্রসাদ বিতরণ বন্ধ থাকছে । মঠের ঘাট দিয়ে গঙ্গায় নামা ও স্নান করা নিষেধ । মঠের ভক্ত ও দর্শনার্থীদের জন্য পালনীয় নির্দেশিকা মঠের ভেতরে বিভিন্ন জায়গাতে টাঙানো হয়েছে । পাশাপাশি সমস্ত ভক্ত ও দর্শনার্থীদের অবগত করার জন্য মঠ দর্শনের নতুন নিয়মাবলী একটি ভিডিয়ো করে মঠের ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে ।

প্রসঙ্গত, গত বছরের 25 মার্চ থেকে কোরোনার জেরে বন্ধ ছিল মঠ । এরপর দেশ জুড়ে আনলক পক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে 15 জুন মঠ খুললেও ফের 2 অগাস্ট সাধারণের জন্য মঠের দরজা বন্ধ হয়ে যায় । এই সময় মঠের প্রায় 80 জন সন্ন্যাসী আক্রান্ত হন কোরোনাতে । সেই কারণেই ফের বন্ধ হয়ে যায় মঠ । এর মধ্যে বেলুরমঠের বিভিন্ন অনুষ্ঠান চালু থাকলেও ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল । আজ থেকে ফের মঠ খোলায় খুশি ভক্তরা ।

Last Updated : Feb 10, 2021, 11:59 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details