সাঁকরাইল, 12 সেপ্টেম্বর : নেশাগ্রস্ত অবস্থায় যুবককে খুনের অভিযোগ উঠল তাঁর বন্ধুর বিরুদ্ধে । শুক্রবার ভোরে ঘটনাটি ঘটে সাঁকরাইলের চুনাভাটি এলাকায় । পুলিশ সূত্রে খবর, মৃত বিশ্বজিৎ চক্রবর্তী (38) পেশায় তেলের ট্যাঙ্কার চালক । উত্তর 24 পরগনার অশোকনগরে একটি পেট্রল পাম্পে চালকের কাজ করতেন । বাড়ি সাঁকরাইল চুনাভাটি এলাকায় । বৃহস্পতিবার রাতে বিশ্বজিৎ ট্যাঙ্কার নিয়ে পাঁচপাড়া পেট্রল পাম্পের সামনে আসেন । সেখানে তাঁর বন্ধু রাজু শর্মা নামে আরও এক চালকের সঙ্গে দেখা হয় । তখন অঙ্কিত শর্মা এবং রাজেশ চক্রবর্তী নামে আরও দুই ট্যাঙ্কারের খালাসি তাদের সঙ্গে যোগ দেন । এরপর গভীর রাতে চারজন মিলে আলমপুরের একটি ধাবাতে খাওয়া-দাওয়া এবং মদ্যপান করেন । এরপর রাস্তায় দাঁড়িয়ে কথা বলার সময় তাঁদের মধ্যে বচসা বেঁধে যায় বলে পরিবারের দাবি ।
সাঁকরাইলে নেশাগ্রস্ত অবস্থায় বন্ধুকে খুনের অভিযোগ - সাঁকরাইলে বন্ধুকে খুনের অভিযোগে গ্রেপ্তার 3
হাওড়ার সাঁকরাইলে নেশাগ্রস্ত অবস্থায় বন্ধুকে খুনের অভিযোগ উঠল তিন জনের বিরুদ্ধে । ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
শুক্রবার সকালে বিশ্বজিতের স্ত্রীকে রাজু খবর দেয়, তাঁর দেহ ট্যাঙ্কারের চালকের আসনে পড়ে রয়েছে । মৃতের স্ত্রীর অভিযোগ, বিশ্বজিৎ-কে তাঁর বন্ধুরাই রড দিয়ে পিটিয়ে খুন করেছে । তিনি আরও অভিযোগ করেন, তাঁর স্বামীর দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে । পা থেকে রক্তক্ষরণ হয় । নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । এই ঘটনায় পুলিশ খুনের মামলা শুরুর পাশাপাশি মৃতের তিন বন্ধুকে গ্রেপ্তার করেছে ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তিন বন্ধু যখন রাস্তায় দাঁড়িয়ে গল্প করছিল সেই সময় খালাসি রাজেশ চক্রবর্তী ট্যাঙ্কারটিকে রাস্তার ধারে পার্কিং করতে যান । সেইসময় কোনওভাবে গাড়ির ব্রেক ফেল করে । এরপর ট্যাঙ্কারটি গড়িয়ে বিশ্বজিৎ-কে ধাক্কা মারে । এতেই তাঁর মৃত্যু হয় । এরপর বন্ধুরা বিশ্বজিৎ-র দেহ চালকের আসনে বসিয়ে দেয় । ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন, মৃতের স্ত্রী ও স্থানীয় বাসিন্দারা ।