উলুবেডিয়া, 30 মে : পরিযায়ী শ্রমিকদের গ্রামে ফেরাকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে সংঘর্ষ, উত্তেজনা ৷ ঘটনায় ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ার তুলসিবেড়িয়া এলাকায় ৷
পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাকে কেন্দ্র করে সংঘর্ষ উলুবেড়িয়ায় - তুলসীবেড়িয়া
পরিযায়ী শ্রমিকদের গ্রামে ফেরাকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে বিবাদ, যা পরে সংঘর্ষে পরিণত হয় ৷ পরিস্থিতি মোকাবিলায় নামানো হয়েছে RAF ৷
জানা গিয়েছে, গতকাল মুম্বই থেকে তুলসিবেড়িয়ার সর্দারপাড়ায় 11 জন পরিযায়ী শ্রমিক ফেরেন ৷ গ্রামের একটি ফাঁকা বাড়িতেই তাঁদের থাকার ব্যবস্থা করা হয় ৷ কোরোনা আতঙ্কে পরিযায়ী শ্রমিকদের ফেরা ও গ্রামেই থাকা নিয়ে আপত্তি জানান পাশের খালপাড়ার বাসিন্দারা ৷
তখনকার মতো সমস্যা মিটলেও আজ সকালে কলের জল নেওয়াকে কেন্দ্র করে ফের শুরু হয় বচসা ৷ ধীরে ধীরে তা হাতাহাতি ও পরে সংঘর্ষে গড়ায় ৷ পুলিশ প্রথমে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও তা সম্ভব না হওয়ায় ঘটনাস্থানে আনা হয় RAF ৷ RAF-র আগমনের পরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷ তবে এখনও এলাকায় মোতায়েন রয়েছে RAF ৷