কোন্নগর, 20 জুন: কোন্নগর নবগ্রামে দলীয় কর্মসূচিতে এসে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বললেন, ‘‘যাঁরা তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন তাঁরা কেউ আর বিজেপিতে থাকতে চাইছেন না । তারা তো কেউ আমাদের জিজ্ঞাসা করে যাননি । তাঁরা চাটার্ড ফ্লাইটে করে গিয়েছিলেন এখন টোটো করে ফিরতে চাইছেন ।’’ তিনি জানান, গোটা বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন । দলত্যাগীদের কটাক্ষ করে কুণাল বলেন, ‘‘ তাঁরা তখন একটা হুজুগে গেলেন, বিজেপি নাকি ক্ষমতায় আসছে । দলে দলে গেলেন এবং তৃণমূলের মনোবল ভাঙার চেষ্টা করলেন। তৃণমূলের বিরুদ্ধে প্রচার করলেন, প্রার্থী হলেন ৷ তাঁদের বাদ দিয়েই তো ভোটটা তৃণমূল জিতেছে । যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখে লড়াইটা জিতেছেন, তাঁদের সেন্টিমেন্টে আঘাত লাগে এমন কোনও কাজ তৃণমূল শীর্ষ নেতৃত্ব করবে না ।’’
সম্প্রতি রাজীব বন্দ্যোপাধ্যায় তাঁর বাড়িতে গিয়ে বৈঠক করেছেন ৷ সেই বিষয়ে কুণাল ঘোষ বলেন, ‘‘অনেকেই ফিরতে চাইছেন ৷ কিন্তু তাঁদের ফেরা না ফেরা পুরোটাই নির্ভর করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের উপর ।’’ তাঁর অভিযোগ, বিজেপি পরাজয়কে মেনে নিতে পারছে না বলেই ব্যাকডোর দিয়ে 355, 356 নানা রকম চেষ্টা করছে । চক্রান্তমূলক বিভিন্ন নখ-দাঁত তারা বার করছে । এগুলি কোনওটাই সফল হবে না । তারা হারটাকে না মানতে পেরে নানারকম চক্রান্ত করছে । কিন্তু সেই চক্রান্তও সফল হবে না । তৃণমূল কংগ্রেসের সরকার থাকছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকছেন, শুধু 2024 সালে দিল্লির সরকারটা পাল্টে যাচ্ছে ।