হুগলি, ১৪ মার্চ : "মুখ্যমন্ত্রী বাংলায় যা উন্নয়ন করেছেন তা ভারতবর্ষের দিকে দিকে ছড়িয়ে যাবে। আমরা আমাদের নেত্রীকে ৪২-এ ৪২ আসন উপহার দেব।" কামারপুকুরে রামকৃষ্ণ মঠ ও আশ্রমে পুজো দিয়ে বললেন লোকসভায় তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার। সন্তোষী পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। তারপর কামারপুকুরে রামকৃষ্ণ মঠে পুজো পাঠ করেন আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী। দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হওয়ার জন্য প্রার্থনা সারলেন।
নেত্রীকে ৪২-এ ৪২ উপহার দেব : অপরূপা পোদ্দার - arambagh
"মুখ্যমন্ত্রী বাংলায় যা উন্নয়ন করেছেন তা ভারতবর্ষের দিকে দিকে ছড়িয়ে যাবে। আমরা আমাদের নেত্রীকে ৪২-এ ৪২ আসন উপহার দেব।" কামারপুকুরে রামকৃষ্ণ মঠ ও আশ্রমে পুজো দিয়ে বললেন লোকসভায় তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার।
পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "৩৬৫ দিনই মানুষের পাশে মা মাটি মানুষের সরকার আছে এবং থাকবে। শুধু ভোটের সময় নয়, সব সময় মানুষের কাছে যাই এবং সমাজের কল্যাণমূলক কাজের সাথে যুক্ত থাকি।" তিনি আরও বলেন, "বাংলার মুখ্যমন্ত্রী সত্যিই মানুষের জন্য অনেক উন্নয়ন করেছেন। শুধু রাস্তাঘাট বা আলোর উন্নয়ন নয়, সামাজিক উন্নয়নের মাধ্যমে গ্রাম বাংলার মানুষের হৃদয়ে পৌঁছে গেছেন তিনি।"
কেন্দ্রে BJP সরকারকে আক্রমণ করে তিনি বলেন, "ভারতবর্ষে একটা স্বৈরাচারী সরকার চলছিল। মানুষের বিরুদ্ধে ছিল সেই সরকার। মানুষের জন্য কোনও উন্নতি করেনি তারা। শুধু মানুষের মধ্যে বিভাজন তৈরি করেছে।" তারপর তিনি যোগ করেন, "তাই ভারতবর্ষের সকলের মঙ্গল হোক এই কামনা করি ঠাকুরের কাছে।"