পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Two Teenage Drowned In Ganga : গঙ্গায় স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু দুই কিশোরের - killing six in the Ganges

বন্ধুদের নিয়ে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই কিশোর ৷ কোনওরকমে প্রাণে রক্ষা পেল আর এক বন্ধু (Two Teenage Drowned In Ganga) ৷

Two Teenage Drowned In Ganga
গঙ্গায় স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু দুই কিশোরের

By

Published : Mar 27, 2022, 7:24 PM IST

চুঁচুড়া, 27 মার্চ: ব্যান্ডেল চুনু মিঁয়ার ঘাটে স্নান করতে গিয়ে তলিয়ে গেল ষোলো বছরের দুই কিশোর । নাম অনিকেত প্রসাদ ও গোলু পাশোয়ান । বাড়ি ব্যান্ডেল মানসপুর বস্তিতে । প্রাণে বেঁচেছে তাদের এক বন্ধু ৷

জানা গিয়েছে, এদিন অনিকেত প্রসাদ, গোলু পাশোয়ান ও তাদের এক বন্ধু চুঁচুড়া থানার অর্ন্তগত ব্যান্ডেলের চুনু মিঁয়া ঘাটে স্নান করতে গিয়েছিল ৷ তিনজনই ডুবে যায় ৷ তিনজনকে ডুবতে দেখে এগিয়ে আসেন স্থানীয় ব্যক্তিরা ৷ স্থানীয়রা একজনকে উদ্ধার করতে পারলেও বাকি দু’জন তলিয়ে যায় ৷ তলিয়ে যাওয়া এক কিশোরের দেহ মিললেও অপর আর একজনের দেহের খোঁজে তল্লাশি চালাচ্ছে চুঁচুড়া থানার পুলিশ ৷

আরও পড়ুন:Students Drown : মালদায় তলিয়ে পড়ুয়া দেহ উঠল ফরাক্কা ব্যারেজে, বন্ধু এখনও নিখোঁজ

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চুঁচুড়ার গঙ্গার ঘাটগুলোতে কোনও নজরদারি নেই । কখনও মদ্যপ অবস্থায় কখনও বা নৌকা নিয়ে অ্যাডভেঞ্চার করতে গিয়ে দুর্ঘটনা ঘটছে । পুরসভার পক্ষ থেকে সচেতনতার প্রচার বা মাইকিং প্রয়োজন। কয়েকমাসের মধ্যে 6 জন তলিয়ে গিয়েছেন গঙ্গায় ৷

স্থানীয় বাসিন্দা তারক বিশ্বাস বলেন, ‘‘চুঁচুড়া প্রতিটি ঘাট বিপদজনক অবস্থায় আছে। পুলিশি টহলের ব্যবস্থা থাকলেও আরও বাড়ানো প্রয়োজন।’’

ABOUT THE AUTHOR

...view details