চুঁচুড়া, 27 মার্চ: ব্যান্ডেল চুনু মিঁয়ার ঘাটে স্নান করতে গিয়ে তলিয়ে গেল ষোলো বছরের দুই কিশোর । নাম অনিকেত প্রসাদ ও গোলু পাশোয়ান । বাড়ি ব্যান্ডেল মানসপুর বস্তিতে । প্রাণে বেঁচেছে তাদের এক বন্ধু ৷
জানা গিয়েছে, এদিন অনিকেত প্রসাদ, গোলু পাশোয়ান ও তাদের এক বন্ধু চুঁচুড়া থানার অর্ন্তগত ব্যান্ডেলের চুনু মিঁয়া ঘাটে স্নান করতে গিয়েছিল ৷ তিনজনই ডুবে যায় ৷ তিনজনকে ডুবতে দেখে এগিয়ে আসেন স্থানীয় ব্যক্তিরা ৷ স্থানীয়রা একজনকে উদ্ধার করতে পারলেও বাকি দু’জন তলিয়ে যায় ৷ তলিয়ে যাওয়া এক কিশোরের দেহ মিললেও অপর আর একজনের দেহের খোঁজে তল্লাশি চালাচ্ছে চুঁচুড়া থানার পুলিশ ৷