পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনার জের, মালয়েশিয়ায় আটকে শ্রীরামপুরের 2 পরিবার - coronavirus safety

মালয়েশিয়া বেড়াতে গিয়ে আটকে শ্রীরামপুরের দুই পরিবার ৷ গত 14 মার্চে সিঙ্গাপুরে যায় ওই দুই পরিবার ৷ এখন তারা আর দেশে ফিরতে পারছেন না ৷

Coronavirus majorly affected cities
Coronavirus majorly affected cities

By

Published : Mar 20, 2020, 8:02 AM IST

Updated : Mar 20, 2020, 10:45 AM IST

শ্রীরামপুর, 20 র্মাচ : মালয়েশিয়া বেড়াতে গিয়ে আটকে পড়েছেন শ্রীরামপুরের ছয়জন ৷ গত 14 মার্চে সিঙ্গাপুরে যান তাঁরা ৷ 15 ও 16 তারিখ দু'দিন সিঙ্গাপুরে কাটিয়ে 17 তারিখ অন্য জায়গায় যান ৷ জানা গেছে, সেখান থেকে দেশে ফেরার কথা ছিল তাঁদের ৷ কিন্তু কোরোনা আতঙ্কের জেরে তাঁরা ফিরতে পারছেন না ৷

এই ছয়জন দুই পরিবারের সদস্য ৷ এদের মধ্যে একটি পরিবার শ্রীরামপুরের ESI হাসপাতালের কোয়ার্টারের বাসিন্দা ও অন্য পরিবার শ্রীরামপুর অমূল্য কাননের বাসিন্দা । একটি পরিবারের তিনজন সদস্য ৷ রবি রায়, তাঁর স্ত্রী সুস্মিতা রায় এবং তাঁদের পাঁচ বছরের সন্তান রিয়ান রায় ৷ অপর পরিবারেও রয়েছেন তিন সদস্য ৷ রামু থাপা, সুধা থাপা ও তাঁদের দশ বছরের সন্তান শ্রীদ থাপা । গত 14 মার্চ বিকেলে মালয়েশিয়া পৌঁছান তাঁরা ৷

পরিবার সূত্রে খবর, 14 মার্চ কলকাতার একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে সিঙ্গাপুর বেড়াতে গিয়েছিল দুই পরিবার । কিন্তু বর্তমানে সেখানেই আটকে রয়েছেন তারা ৷ পরিবার সদস্যরা জানিয়েছেন, যানবাহন থেকে বিমান পরিষেবা সমস্ত কিছু বন্ধ থাকার কারণে দেশে ফিরতে পারছেন না তারা । ওই দুই পরিবারকে দেশে ফেরানোর জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন আত্মীয়রা ।

Last Updated : Mar 20, 2020, 10:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details