গোঘাট, 28 জুলাই : BJP কর্মীকে খুন করে খালের জলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । হুগলির গোঘাটের নকুন্ডা এলাকার ঘটনা ৷ মৃত BJP কর্মীর নাম কাশীনাথ ঘোষ । বাড়ি নকুন্ডার কোটা গ্রামে ।
কয়েকদিন আগে এলাকারই তৃণমূল কর্মী লালচাঁদ বাগকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে BJP-র বিরুদ্ধে । অভিযুক্তদের তালিকায় ছিল কাশীনাথ ঘোষের নামও । তাকে খুঁজছিল পুলিশ । আর আজ তার দেহ উদ্ধার হল ৷ আজ সকালে এলাকার খালের জলে তার দেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন কয়েকজন । ঘটনাস্থানে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠায় তারা ।
মৃতের পরিবারের বক্তব্য, বেশ কয়েক দিন ধরেই বাড়িতে থাকছিল না কাশীনাথ । গতকাল সন্ধ্যায় পাশের গ্রামে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয় সে । কিন্তু, রাতেও শশুরবাড়ি না পৌঁছানোয় শুরু হয় খোঁজাখুঁজি । পরিবারের অভিযোগ, তৃণমূল কর্মীরা গতরাতে খুন করে খালের জলে ফেলে দেয় । এদিকে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে তৃণমূলের বক্তব্য, খুনের পিছনে দায়ি BJP-র অন্তর্দ্বন্দ্ব ৷
BJP-র আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, "নকুন্ডা অঞ্চলের কোটা গ্রামে BJP-র বুথ সভাপতি কাশীনাথ ঘোষের মাথায় বাঁশ দিয়ে মেরে ও শ্বাসরোধ করে খুন করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । এর প্রতিবাদে ও খুনিদের শাস্তির দাবিতে আমাদের যত দূর যেতে হয় আমরা যাব ।"
হুগলি তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, "যে কোনও মৃত্যুই দুঃখজনক । আমরা মৃত্যু নিয়ে রাজনীতি করতে চাই না । তৃণমূল খুনের রাজনীতি করে না । নতুন BJP এবং পুরোনো BJP প্রতিযোগিতায় নেমেছে যে কীভাবে অশান্তি তৈরি করা যায় । এই ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত নয় । তবে আমাদের তৃণমূল কর্মী লালচাঁদ বাগের খুনে অভিযুক্ত ছিল এই ব্যক্তি ।"