উত্তরপাড়া, 8 মে : CPI(M) এজেন্টকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । জখম এজেন্টের নাম সোমনাথ শঙ্খবণিক । ঘটনাটি উত্তরপাড়ার ।
সুকান্ত নগরের কোতরং এলাকার বাসিন্দা সোমনাথ । পঞ্চম দফা নির্বাচনে উত্তরপাড়ার 118 নম্বর বুথের CPI(M) এজেন্ট ছিলেন তিনি । অভিযোগ, গতরাতে সোমনাথের উপর চড়াও হয় স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা পাপ্পু সিং সহ পাঁচজন । মারধর করা হয় তাকে । স্থানীয় বাসিন্দারা জখম সোমনাথকে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যান । ঘটনার পর গতরাতে পাপ্পুর বাড়ির সামনে বিক্ষোভ দেখায় কিছু লোক ।