তারকেশ্বর, 13 ফেব্রুয়ারি: বাইক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের৷ শনিবার দুর্ঘটনাটি ঘটে হুগলির তারকেশ্বরের মোহনবাটি এলাকায়৷
স্থানীয় সূত্রে খবর, একটি মোটরবাইকে সওয়ার ওই তিন যুবক কারারিয়া থেকে তারকেশ্বরের দিকে যাচ্ছিলেন। মোহনবাটি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারেন চালক৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের৷