পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাইক দুর্ঘটনায় মৃত তিন যুবক - তারকেশ্বর

বাইক দুর্ঘটনায় তিন যুবকের মৃত্য়ু৷ কারারিয়া থেকে তারকেশ্বর যাওয়ার পথে হুগলির মোনবাটিতে দুর্ঘটনা৷ মৃতরা সকলেই আরামবাগের বাসিন্দা৷

wb_hgl_tarakeswar accident_WBC10012
বাইক দুর্ঘটনায় মৃত তিন তরুণ

By

Published : Feb 13, 2021, 7:11 PM IST

তারকেশ্বর, 13 ফেব্রুয়ারি: বাইক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের৷ শনিবার দুর্ঘটনাটি ঘটে হুগলির তারকেশ্বরের মোহনবাটি এলাকায়৷

স্থানীয় সূত্রে খবর, একটি মোটরবাইকে সওয়ার ওই তিন যুবক কারারিয়া থেকে তারকেশ্বরের দিকে যাচ্ছিলেন। মোহনবাটি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারেন চালক৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের৷

আরও পড়ুন:বন্ধুর বাড়িতে জিলাপি দিতে গিয়ে দুর্ঘটনা, মৃত 2

খবর পেয়ে ঘটনাস্থলে আসে তারকেশ্বর থানার পুলিশ৷ পুলিশ সূত্রে খবর,মৃত তিন যুবকের নাম পঞ্চানন্দ মণ্ডল (18), রঞ্জন কুটি (23) ও বিকাশ মণ্ডল (22)৷ তিনজনেরই বাড়ি আরামবাগের পূর্ব কেশবপুর এলাকায়।

ABOUT THE AUTHOR

...view details