পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে BJP-র বিক্ষোভ - hooghly

আলুর দাম বাড়ছে তার প্রতিবাদে আজ চুঁচুড়ায় বিক্ষোভ দেখাল BJP ৷ এই দাম বৃদ্ধির জন্য রাজ্য সরকারকে দায়ি করল BJP ৷

bjp
bjp

By

Published : Jul 30, 2020, 7:27 PM IST

চন্দননগর, 30 জুলাই : একেই বাজারে আলুর দাম ক্রমশ ঊর্ধ্বমুখী ৷ সুফল বাংলায় যে আলু বিক্রি হচ্ছে তা নিম্নমানের আলু । এই পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সরব জেলা BJP ৷ আজ চুঁচুড়ার রাস্তায় আলু ফেলে দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখায় BJP ।

BJP-র অভিযোগ, এই পরিস্থিতিতে মানুষ কাজ হারিয়েছে ৷ সংসার চালানো সাধারণ মানুষের পক্ষে সমস্যা হয়ে দাঁড়িয়েছে । এই সময় অনিয়ন্ত্রিতভাবে আলু, লঙ্কা সহ নিত্যদিনের খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি আরও সমস্যা সৃষ্টি করছে ৷ এই অভিযোগে BJP-র চুঁচুড়া মণ্ডলের উদ্যোগে ঘড়ির মোড়ে বিক্ষোভ দেখায় BJP সমর্থকরা । প্রায় ঘণ্টা খানেক চলে বিক্ষোভ ৷ তারপর পুলিশ ঘটনাস্থানে পৌঁছে বিক্ষোভ তোলে ৷

হুগলি জেলায় আলু উৎপাদন বেশি। কিন্তু লকডাউন ও আমফানের ফলে আলু সহ বিভিন্ন শাক সবজির দাম এনেকটাই বেশি । বাজারে আলুর দাম জ্যোতি আলু 30টাকা ,চন্দ্রমুখী আলুর দাম 32 টাকা।যদিও সরকারি তরফে আলুর দাম সুফল বাংলায় 25 টাকা । কিন্তু, বাজারে দাম তুলনামূলকভাবে অনেকটাই বেশি ৷ BJP নেতা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় জানান "বড়ো লোকের পাতে ভাত, আর গরিবের পেটে লাথ", এই হয়েছে আজ বর্তমান শাসকদলে অনুশাসনের পন্থা । আলু, লঙ্কা, সোনা আজ সমান ৷ "

ABOUT THE AUTHOR

...view details