পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মমতার আশ্বাসের পরও সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ গোন্দল পাড়ার জুটমিলে - gondalpara

আজ সকালে ফের গোন্দলপাড়া জুটমিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলাল কর্তৃপক্ষ । এগারো মাস বন্ধ থাকার পর 20 এপ্রিল খুলেছিল গোন্দলপাড়া জুটমিল ।

গোন্দল পাড়ার জুটমিল

By

Published : May 8, 2019, 1:31 PM IST

Updated : May 8, 2019, 2:41 PM IST

গোন্দলপাড়া, 8 এপ্রিল : লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় বলেছিলেন, "বাংলায় একটা কারখানাও বন্ধ করে রাখিনি। গোন্দলপাড়া জুটমিল খুলে দিয়েছি ।" কিন্তু নির্বাচন মিটতে না মিটতেই ফের সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলাল জুটমিল কর্তৃপক্ষ। যার জেরে ফের কর্মহীন হয়ে পড়ল চার হাজার শ্রমিক ।

এগারো মাস বন্ধ থাকার পর 20 এপ্রিল খোলে গোন্দলপাড়া জুটমিল । শুরু হয় কাজ। কিন্তু, আজ সকালে ফের মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলায় মিল কর্তৃপক্ষ। নোটিশ দেখে বিক্ষোভ দেখাতে শুরু করে শ্রমিকরা । গোন্দোলপাড়ার তৃণমূল কংগ্রেস নেতা চন্দন বর্মণের বাড়িতে ভাঙচুর চালায় তারা।

শ্রমিকদের অভিযোগ, এই কারখানা আর বন্ধ হবে না বলে তাদের আশ্বাস দেওয়া হয়েছিল । কিন্তু, কথা রাখেনি সরকার ও তৃণমূলের নেতারা। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী প্রদীপ সাহা বলেন," 24 ঘণ্টার মধ্যে বেশিরভাগই মিথ্যা কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় । ভোটের আগে ত্রিপাক্ষিক বৈঠক করে গিমিক দেওয়ার জন্য মালিক কর্তৃপক্ষকে দিয়ে মিল খোলার নোটিশ ঝোলানো হয়েছিল। কিন্তু, এই কেন্দ্রে ভোট মিটতেই আবার (গোন্দলপাড়া জুটমিল) বন্ধ হয়ে গেল। গতবার ডানলপ কারখানা খোলার নামে ভোট নিয়েছিল। এবার তেমনি গোন্দলপাড়া জুটমিল খুলে ভোট করে নিল।"

তৃণমূলের কার্যকরী সভাপতি প্রবীর ঘোষাল বলেন, "খুব দুঃখজনক ঘটনা। আমি মলয় ঘটককে বিষয়টি জানিয়েছি। জুটমিল খোলার ব্যবস্থা করব আমরা। "

Last Updated : May 8, 2019, 2:41 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details