পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'বুদ্ধদেবের বোকামি আর গোপালকৃষ্ণের ভদ্রতার সুযোগে শিল্পকে ধ্বংস করেছেন মমতা', মন্তব্য শুভেন্দুর - মমতাকে আক্রমণ শুভেন্দুর

Suvendu Adhikari: সিঙ্গুুরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

ETV Bharat
শুভেন্দু অধিকারী

By ETV Bharat Bangla Team

Published : Nov 27, 2023, 11:05 PM IST

শুভেন্দু অধিকারীর বক্তব্য

সিঙ্গুর, 27 নভেম্বর:রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বোকামি, উদারতায় এবং তৎকালীন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধির মতো মহান ব্যক্তির ভদ্রতার সুযোগ নিয়ে রাজ্য থেকে গুজরাতে শিল্প ভাগিয়েছিলেন তৎকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার সিঙ্গুরে এসে এভাবেই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

একশো দিনের কাজ-সহ একাধিক দুর্নীতির অভিযোগে বুধবার কলকাতায় প্রতিবাদ সভা করবে বিজেপি। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তার সমর্থনে বিভিন্ন জায়গায় সভা করেছেন শুভেন্দু অধিকারী । সোমবার সিঙ্গুর স্টেশন সংলগ্ন বুড়ো শান্তির মাঠে সভা করে বিজেপি। শুভেন্দু সেই সভায় সিঙ্গুরের শিল্প ধ্বংস করা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন । তিনি বলেন, "2006 সালে প্রথমে সিঙ্গুরের অধিকাংশ মানুষ জমির মালিক হিসাবে ক্ষতিপূরণের চেক নিয়ে নিয়েছিল। সামান্য কজন বর্গাদার নেননি, তাদেরকে নিয়ে সিঙ্গুরে শিল্প বিরোধিতা করতে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সিঙ্গুর আর নন্দীগ্রামের দু'টো লড়াই এক লড়াই নয়। সিঙ্গুরের লড়াইতে সাধারণ মানুষের সমর্থন ছিল না । বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তাঁর বোকামির জন্য এই ধরনের মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই সিঙ্গুরকে শ্মশানে পরিণত করেছেন । বুদ্ধদেব ভট্টাচার্যের উদারতা এবং প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধির মতো মহান ব্যক্তির ভদ্রতার সুযোগ নিয়ে এই রাজ্যের নেত্রী শিল্প ভাগান গুজরাটে । সিঙ্গুরকে ধ্বংস করেছেন তিনি ৷"

রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নাকেও এদিন আক্রমণ করেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী । তিনি বলেন, "বেচা ঘরে ঢুকে গিয়েছিল একটা সময় । টাটার কারখানায় চুনসুরকির সাপ্লাইয়ে ঢুকে গিয়েছিল । এখন বেচারাম মান্নাকে ভয়ের কি আছে ! বেচারাম মান্নাকে ছেড়ে দেন আমি দেখব ওকে । আমি জানি, ও আগে একটা বিড়িকে নিভিয়ে নিভিয়ে খেত। আগে ফাটা পায়জামা পরত, একটা পাঞ্জাবি পাঁচদিন পড়তো তারপর ধুতে যেত। ও এখন সারাদিনে তিনটে সিল্কের পাঞ্জাবি পরে। পিছনে তুলো লাগানো লম্বা সিগারেট খায় । এখন অনেক কিছু করেছে, কোথা থেকে হয়েছে জানি না। আমাদের ভারতবর্ষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আছে । মাটির ভিতরে মাল থাকলে বার করে।"

শুভেন্দু অধিকারীকে পালটা আক্রমণ করেন বেচারাম মান্না। তিনি বলেন, "ইডি,সিবিআই ও আয়কর দফতরের হুঁশিয়ারি দিচ্ছেন শুভেন্দু, তাতে আমাদের কিছু যায় আসে না। রাজনৈতিকভাবে শুভেন্দু অধিকারী কোনদিনও জেল খাটেননি, সিপিএম কোনদিনও মামলা দেয়নি কারণ, সিপিএমের সঙ্গে তাঁর একটা বড় আঁতাত ছিল । সিপিএমের সঙ্গে বিরোধিতা করে আন্দোলন করেছি বলে 68টা মিথ্যা মামলা দিয়েছে । জামিন অযোগ্য ধারায় মামলায় 82দিন জেল খেটেছি। পুলিশের মার খেয়েছি, হাসপাতালে ভরতি হয়েছি এটা সিঙ্গুর-সহ সারা পশ্চিমবাংলার মানুষ জানে । তাই মিথ্যা মামলার হুমকিতে আমরা পরোয়া করি না ৷"

আরও পড়ুন:

  1. তৃণমূল কর্মীদের টুঁটি ধরে গঙ্গায় চোবানোর নিদান, বিতর্কে ওন্দার বিজেপি বিধায়ক
  2. ডিসেম্বর মাস ভয়ানক হবে বীরভূমের তৃণমূল নেতাদের কাছে, হুঁশিয়ারি শুভেন্দুর
  3. রাস্তাশ্রী প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে গোসাবায় খুন তৃণমূল বুথ সভাপতি

ABOUT THE AUTHOR

...view details