গণ্ডগোলে জোর করে ঢুকতে গিয়ে পুলিশি বাধার মুখে সুকান্ত মজুমদার বাঁশবেড়িয়া, 15 অগস্ট: স্বাধীনতার দিবসের দিন জাতীয় পতাকার অবমাননার গুজব ছড়ায় । সেই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল বাঁধে । যার জেরে মঙ্গলবার দুপুর থেকে বাঁশবেড়িয়া কলবাজার এলাকা উত্তপ্ত হয়ে ওঠে । ইটবৃষ্টির পাশাপাশি আগুন জ্বালিয়ে দেওয়া হয় একটি ভ্যানে । ভাঙচুর করা হয় দোকান ও বাড়ি । পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের সেল ফাটায় পুলিশ।
গণ্ডগোল এতটাই বড় আকার নেয়, যার জেরে হাওড়া-কাটোয়া লাইনের ইলামবাজার স্টেশনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল । বেশ কয়েকজন পুলিশ ও সাধারণ মানুষ আহত হয় । এই পরিস্থিতিতে হুগলি গ্রামীণ পুলিশের বিশাল বাহিনী পরিস্থিতি সামাল দিয়ে দু'পক্ষের লোকজনকে আটক করেছে। গোটা কলবাজার-সহ বিভিন্ন জায়গায় 144 ধারা জারি করে হুগলি জেলা প্রশাসন । তবে এই বিষয়ে হুগলি গ্রামীণ পুলিশ সুপার আমনদীপ জানান, গুজব ছড়ানো নিয়ে ঝামেলার সৃষ্টি হয়েছিল । পুলিশ সর্বত্রভাবে তা আটকেছে । বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে । পুলিশি টহলও চলছে ।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছে ।
এদিকে আজই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক কার্যক্রমে আসেন চুঁচুড়ায় । তিনি বাঁশবেড়িয়া যাওয়ার সময় পুলিশি বাধার মুখে পড়েন । চুঁচুড়ায় বিজেপি নেতা দীপাঞ্জন গুহের বাড়ি থেকে বেরোনোর সময় সুকান্ত মজুমদারকে আটকায় চুঁচুড়া থানার পুলিশ । দীর্ঘক্ষণ আটকে থাকার পর জোর করে যেতে গেলে ঠেলাঠেলি শুরু হয় পুলিশ ও বিজেপি কর্মীদের সঙ্গে । তার মধ্যে যাওয়ার সময় রাস্তায় আটকে দেয় পুলিশ । পুলিশের অপশাসনের বিরুদ্ধে মুখ খোলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার ।
তিনি বলেন, "144 ধারার নাম করে বিজেপি নেতাদের ঢুকতে দেওয়া হচ্ছে না । অথচ তৃণমূল বিধায়ক থেকে নেতারা সকলেই চলে যাবেন সেখানে । ভোট ব্যাংকের নামে যদি জাতীয় পতাকা ছিঁড়েও ফেলে তাও পুলিশ তাদের কিছু করবে না ৷ কারণ মুখ্যমন্ত্রী বারণ করে দিয়েছেন কিছু করতে । ওরা মারামারি করেছে বাড়ি ভেঙেছে । ঠেলাগাড়ি ও দোকান পুড়িয়ে দিয়েছে । আর পুলিশ প্রশাসন 144 ধারার অজুহাত দিয়ে অনৈতিকভাবে আমাকে আটকাচ্ছে । আমরা অবস্থান বিক্ষোভ করব রাস্তায় বসে ।"
আরও পড়ুন : পঞ্চায়েতে তালা, বোমাবাজি; বোর্ড গঠনকে ঘিরে ফুরফুরা শরিফে ধুন্ধুমার