দুর্নীতির অভিযোগের জের, চুঁচুড়া পৌরসভায় নিয়োগ বাতিলের অর্ডার - চুঁচুড়া পৌরসভায় নিয়োগ প্রক্রিয়া বাতিল
আগেই বাতিল করার কথা ঘোষণা হয়েছিল ৷ আর গতকাল চুঁচুড়া পৌরসভায় নিয়োগ প্রক্রিয়া বাতিলের অর্ডার হল ৷
চুঁচুড়া,3 জুলাই : চুঁচুড়া পৌরসভায় কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে সরব হয়েছিল অস্থায়ী কর্মী থেকে বিরোধীরা । নিয়োগ বাতিলের দাবি জানান পৌরসভার কর্মী থেকে খোদ বিদায়ী ভাইস চেয়ারম্যান অমিত রায় । কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ সামনে আসায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করার সিদ্ধান্ত নেয় । তাসত্ত্বেও কোনও অর্ডার না আসায় পৌরসভার গেটের সামনে বিক্ষোভ চালিয়ে যান অস্থায়ী কর্মীরা । আর শুক্রবার নিয়োগ বাতিলের অর্ডার আসতেই খুশি পৌরসভার অস্থায়ী কর্মীরা ৷
1 মার্চ 76 জন মজদুর ও পিয়ন পদে পরীক্ষা দেয় । তারপর 23 মার্চ নিয়োগপত্র পান কর্মীরা । তারপর থেকেই লকডাউন শুরু হয় । আর গত 15 দিন ধরে এই নিয়োগের প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন পৌরসভার অস্থায়ী কর্মচারীরা । পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান অমিত রায় বলেন, "আমরা একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছিলাম । অস্থায়ী কর্মীরা যে আন্দোলন করেছে সেই আন্দোলনের জয় হয়েছে ।" তিনি আরও বলেন, এই নিয়োগ অন্যায়ভাবে হয়েছে । এটা বাতিল করার দাবি তোলা হয়েছিল। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সম্মতিও দিয়েছিলেন । তারপরও গোপনে নিয়োগ প্রক্রিয়া চলে । আজ অর্ডার বেরিয়েছে যাতে বলা হয়েছে এই নিয়োগে অস্বচ্ছতা রয়েছে । সেই জন্য বাতিল করার ঘোষণা করা হয়েছে। অমিতবাবু দাবি করেন, বিভিন্ন নেতাকে অন্যায় করার অপরাধে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের তরফে তদন্ত করলেই বিষয়টি সামনে আসবে । অস্থায়ী কর্মচারী রাজেশ শ্যামশঙ্খ বণিক বলেন," আমরা এই চিঠিতে খুবই খুশি ও আনন্দিত। আমরা আগামী সোমবার থেকে মানুষের সেবায় নিয়োজিত থাকব।"