আরামবাগ , 21 মে : সরকারি বিধিনিষেধ উপেক্ষা করায় টোটোচালকদের কান ধরে ওঠবস করাল পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে আরামবাগে ৷ সকাল দশটার পরও বেশ কিছু টোটোচালককে দেখা যায় রাস্তায় ৷ তাঁদেরই শাস্তি দিল আরামবাগ মহকুমা পুলিশ ৷
সরকারি নিয়মে সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট ৷ সেই সময় রাস্তায় বেরোনো যেতে পারে ৷ কিন্তু এরপর কাউকে বিনা কারণে রাস্তায় দেখলেই পেতে হবে শাস্তি ৷
সরকারি বিধিনিষেধ উপেক্ষা করায় কান ধরে ওঠবস করাল পুলিশ আরও পড়ুন : আরামবাগে আক্রান্ত পুলিশ কর্মী
তবে সেই নিয়মকে উপেক্ষা করার দৃশ্য দেখা যায় আরামবাগে ৷ দশটার পরও রাস্তাঘাটে ভিড় ও যানজট চোখ এড়াতে পারেনি প্রশাসনিক কর্তাদের ৷ সেকারণে এদিন অভিযানে নামেন আরামবাগ মহকুমা থানার প্রশাসনিক কর্তারা ৷ তাঁদের নজরে পড়ে কয়েকজন টোটোচালক ও বাইক আরোহীকে ৷
সরকারি বিধিনিষেধ উপেক্ষা করায় কান ধরে ওঠবস করাল পুলিশ নিয়ম ভাঙার অপরাধে রাস্তায় কান ধরে ওঠবস করানো হল তাঁদের ৷ সচেতন নাগরিকরা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ৷ তাঁরা জানান, মানুষ যদি নিজে থেকে সচেতন না হন, তাহলে পুলিশকে কড়া ব্যবস্থা নিতেই হবে ৷