চুঁচুড়া, 12 জানুয়ারি : বিয়ের সার্টিফিকেট দেখিয়েও চুঁচুড়ার লজ ভাড়া পাননি । প্রশ্ন তোলা হয়, স্বামীর পদবি হক হলে স্ত্রীর পদবি কী করে বিশ্বাস হয় ? সোশাল মিডিয়ায় সেই "দুর্ব্যবহারে"র কথা তুলে ধরেন পেশায় চিত্রশিল্পী তৌসিফ হক । যা নিয়ে ফেসবুক প্ল্যাটফর্মে শোরগোল পড়ে যায় ৷ এবার লজ ম্যানেজার সুধাংশু মজুমদার পালটা তৌসিফের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুললেন ৷
রবিবার স্ত্রী জয়ন্তী বিশ্বাসকে নিয়ে চুঁচুড়ার ওই লজে যান তৌসিফ হক । জানা গিয়েছে, বন্ধুদের সঙ্গে পিকনিকে এসে স্ত্রী অসুস্থ হওয়ায় বিশ্রামের জন্য ওই লজে যান তৌসিফ । তৌসিফের অভিযোগ, ঘর ফাঁকা থাকা সত্ত্বেও লজ ম্যানেজার ভাড়া দিতে চাননি । যদিও পরিচয়পত্র হিসেবে মোবাইলে ম্যারেজ সার্টিফিকেট দেখান তিনি ৷ কিন্তু প্রশ্ন তোলা হয়, স্বামীর পদবি হক হলে স্ত্রীর পদবি কী করে বিশ্বাস হয় ? ঘটনায় প্রায় চল্লিশ মিনিট ধরে লজ কর্তৃপক্ষের সঙ্গে তাঁর তর্কাতর্কি চলে । শেষ অবধি ঘর ভাড়া না পেয়ে ফিরে যান তিনি ৷ পরে প্রতিবাদ জানিয়ে ফেসবুকে দুর্ব্যবহারের কথা তুলে ধরেন তৌসিফ হক ৷ যা নিয়ে শোরগোল পড়ে যায় ৷ যদিও লজ ম্যানেজার সুধাংশু মজুমদার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ।
আরও পড়ুন: চুঁচুড়া পৌরসভায় কর্মী নিয়োগে দুর্নীতি নিয়ে মুখ খুলতেই পদ হারালেন অমিত রায়