পাণ্ডুয়া, 5 জুন :বাজ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির ৷ আহত তিন । মৃত ব্যক্তির নাম গোবিন্দ ঘোষ (৪০) । আহতরা হলেন, রাজদীপ ঘোষ, গোপাল ঘোষ ও শিবশঙ্কর ঘোষ । ঘটনাটি ঘটেছে পান্ডুয়ার মান্দারণ দক্ষিণপাড়া এলাকায় ।
স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকেলে হুগলির বেশ কিছু জায়গায় শুরু হয় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি । সেই সময় গোবিন্দ ঘোষ সহ আরও তিনজন মান্দারণ এলাকার একটি বিদ্যুতের খুঁটির নিচে দাঁড়িয়ে ছিলেন । তখনই বাজ পড়ে তাঁদের উপর । ঘটনায় সেখানে থাকা সকলেই আহত হন । তাঁদের মধ্যে গোবিন্দ ঘোষকে ইটাচুনা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ৷