পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"ভিক্ষা করব, তবু ছেলের কাছে ফিরব না"

ছেলে বউমাদের অবহেলায় গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন বৃদ্ধ দম্পতি ।

আত্মহত্যার চেষ্টায় বৃদ্ধ দম্পতি

By

Published : May 10, 2019, 11:18 PM IST

Updated : May 10, 2019, 11:26 PM IST

ভদ্রেশ্বর, 10 মে : বউমাদের গঞ্জনা আর অবহেলায় গঙ্গায় ঝাঁপ দিল বৃদ্ধ দম্পতি । ঘটনা বুঝতে পেরে ঘাটে উপস্থিত মানুষজন তাঁদের উদ্ধার করেন । ঘটনাস্থানে পৌঁছায় ভদ্রেশ্বর থানার পুলিশ ।

বৃদ্ধ দম্পতির নাম শত্রুঘ্ন সিনহা (80) ও মালা সিনহা (65) । বাড়ি ভদ্রেশ্বরের শিবতলায় । আজ সকাল 11 টা নাগাদ ছেলে বউমার সঙ্গে অশান্তি করে বাড়ি থেকে বেরিয়ে যান তাঁরা । তারপর চন্দননগরে বিশালক্ষ্মী ঘাটে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তাঁরা । স্থানীয়রা দেখতে পেয়ে তাঁদের উদ্ধার করেন । খবর দেওয়া হয় বাড়িতে । দু'জনকেই তুলে দেওয়া হয় পুলিশের হাতে ।

শত্রুঘ্নবাবু অবসরপ্রাপ্ত শ্রমিক । তাঁর দুই ছেলেই জুটমিলে কাজ করে । বয়সজনিত অসুস্থতার কারণে দুর্ব্যবহার করা হত তাঁদের সঙ্গে । তাই সহ্যশক্তি হারিয়ে আজ আত্মহত্যার চেষ্টা করেন তাঁরা । এখনও তাঁদের বক্তব্য, "আমরা মরতে পারলেই ভালো হত ।" শত্রুঘ্নবাবু বলেন, "কোনও অশান্তি না থাকলে কি গঙ্গায় মরতে যাই ? ছেলে বউমারা আমাদের রাখতে চায় না । আমরা বাড়ি থেকে গিয়ে ভিক্ষা করে খাব । কিন্তু এদের কথা শুনতে পারব না ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য়

বউমা মমতা সিনহা বলেন, "এতদিন অত্যাচার তো ওঁরা করে এসেছেন । মারধর, থানা, কোর্ট, পুলিশ । সবই করেছেন । তাও তাঁদের আমি এখনও দেখছি । আমার খাচ্ছে না । ওঁদের ছেলের খাচ্ছে । আমার দেখতে অসুবিধা তো নেই । আমাদের খান । আর আমাদেরই দোষারোপ করেন ।"

Last Updated : May 10, 2019, 11:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details