পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের কাজ বন্ধের নোটিস গোন্দলপাড়া জুটমিলে, কর্মহীন চার হাজার শ্রমিক - gondalpara jute mill

আট মাস যেতে না যেতেই ফের কাজ হারালেন গোন্দলপাড়া জুটমিলের শ্রমিকরা ৷ আজ সকালে মিলে এসে কাজ বন্ধের নোটিস দেখে মাথায় হাত তাঁদের ৷ কী করে চলবে সংসার ? ভেবে পাচ্ছেন না ওঁরা ৷

কাজ বন্ধের নোটিস গোন্দলপাড়া জুটমিলে
কাজ বন্ধের নোটিস গোন্দলপাড়া জুটমিলে

By

Published : Jul 5, 2021, 2:44 PM IST

চন্দননগর, 5 জুলাই : ফের কাজ বন্ধের নোটিস হুগলির গোন্দলপাড়া জুটমিলে ৷ কর্মহীন হয়ে পড়লেন প্রায় চার হাজার শ্রমিক ৷ এর আগে টানা আড়াই বছর বন্ধ থাকার পর গত বছর 1 নভেম্বর খুলেছিল মিলটি ৷ কিন্তু আট মাস যেতে না যেতেই ফের বন্ধের নোটিস ৷ ফলে মাথায় হাত প্রায় চার হাজার শ্রমিকের ৷

সপ্তাহখানেক আগেই কাজ বন্ধের নোটিস দেওয়ার কথা হয়েছিল ৷ কিন্তু সরকারি তরফে বিষয়টি জানাজানি হতেই নোটিস দেওয়ার প্রক্রিয়া স্থগিত করা হয় । গত কয়েকদিন ধরে গোন্দলপাড়া জুটমিলে উৎপাদন নিয়ে শ্রমিক অসন্তোষ তৈরি হয় ৷ পাটঘরের ব্যাচিং বিভাগে উৎপাদন বাড়াতে হবে বলে কর্তৃপক্ষের চাপ দেওয়ার প্রতিবাদ করায় দুই শ্রমিককে কাজ থেকে বসিয়ে দেওয়া হয় । এর জেরে অসন্তোষ আরও বাড়ে ।

সোমবার সকালে কাজে এসে শ্রমিকরা দেখেন জুটমিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দেওয়া হয়েছে । তাঁদের অভিযোগ, একতরফাভাবে নোটিস দিয়েছে মিল কর্তৃপক্ষ ।

কাজ বন্ধের নোটিস গোন্দলপাড়া জুটমিলে

আরও পড়ুন :ফের বন্ধ গোন্দল পাড়া জুটমিল, কর্মহীন 5 হাজার শ্রমিক

এই বিষয়ে জুটমিল শ্রমিক কৃষ্ণালাল সাউ বলেন, ‘‘মিল তো চলছিল ৷ কিন্তু আজ সকালে এসে দেখি হঠাৎ করে লকআউটের নোটিস ঝুলিয়ে দিয়েছে ৷ আগে আড়াই বছর ধরে বন্ধ ছিল মিল । তখন কাজের অভাবে এদিক ওদিক ঘুরে বেরিয়েছি । মিল খোলার সাত আট মাস পরে আবার বন্ধ হয়ে গেল । লকডাউনের বাজারে কী করব বুঝে উঠতে পারছি না । ছেলে-মেয়েদের পড়াশোনা করাতে পারছি না । গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনও উপায় নেই ।’’

গোন্দলপাড়া জুটমিলে ফের কাজ বন্ধের নোটিস

যদিও শ্রমমন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, শ্রম দফতরে বিষয়টি নিয়ে বৈঠক ডাকা হয়েছে । শ্রমিক প্রতিনিধি ও মিল কর্তৃপক্ষকের কী অসুবিধা সেটা শুনে মিল খোলার বন্দোবস্ত করা হবে ।

ABOUT THE AUTHOR

...view details