পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনো সতর্কতা : এবার নোটিস পড়ল কামারপুকুর মঠ ও মিশনে - কামারপুকুর

নোটিস জারির আগেই যাঁরা মঠে এসেছেন তাঁরা নির্বিঘ্নে পুজো দিতে পারবেন ৷ প্রসাদও পাবেন ৷ এমনটাই জানিয়েছেন মঠ কর্তৃপক্ষ ৷

Notice at kamarpukur on corona virus
কামারপুকুর মঠ ও মিশনে কোরোনো ভাইরাস সতর্কতায় নোটিশ

By

Published : Mar 16, 2020, 2:57 PM IST

কামারপুকুর, 16 মার্চ : কামারপুকুর মঠ ও মিশনে প্রসাদ বিতরণ বন্ধ থাকাসহ একাধিক বিষয়ে নোটিস দিল মঠ কর্তৃপক্ষ ৷ আগামী 14 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে প্রসাদ বিতরণী ৷ দলবদ্ধভাবে প্রবেশ নিষেধ করা হয়েছে মঠে ৷ তবে একা প্রবেশ করতে পারবেন ভক্তরা ৷ সন্ধ্যা আরতির সময় মন্দিরে বসার অনুমতি থাকছে না ৷

তবে নোটিস জারির আগেই যাঁরা মঠে এসেছেন তাঁরা নির্বিঘ্নে পুজো দিতে পারবেন ৷ প্রসাদও পাবেন ৷ এমনটাই জানিয়েছেন মঠ কর্তৃপক্ষ ৷

কামারপুকুর মঠ ও মিশনে কোরোনো ভাইরাস সতর্কতায় নোটিশ

মঠের অধ্যক্ষ স্বামী লোকত্বরা নন্দজী মহারাজ বলেন, "কোরোনা ভাইরাস প্রতিরোধেই এই সতর্কতা জারি করা হয়েছে ৷ বেলুড় মঠে যেভাবে নির্দেশিকা জারি করা হয়েছে ৷ একইভাবে কামারপুকুর মঠেও এই নির্দেশিকা ৷ আগামী 14 এপ্রিল পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে ৷ তারপর পুনরায় সিদ্ধান্ত নেওয়া হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details