পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Salim Criticises CM : শিল্প প্রতিশ্রুতির নামে মিথ্যাচার, সিঙ্গুরে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে নিশানা সেলিমের

সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাগ্রো ইন্ডাস্ট্রি তৈরির প্রতিশ্রুতিকে মিথ্যাচার বলে কটাক্ষ করলেন মহম্মদ সেলিম (Mohammed Salim Criticises CM on Agro-Industry Promise) ৷ তাঁর দাবি, রাজ্যে আরও অনেক শিল্প প্রতিশ্রুতির মত এটাও একটা মিথ্যাচার ৷

Mohammed Salim Criticises CM on Agro-Industry Promise
Mohammed Salim Criticises CM on Agro-Industry Promise

By

Published : Jun 4, 2022, 10:08 AM IST

হুগলি, 4 জুন : মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের ৷ সিঙ্গুরে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি তৈরির প্রতিশ্রুতি নিয়ে এ দিন মুখ্যমন্ত্রীকে নিশানা করেন মহম্মদ সেলিম (Mohammed Salim Criticises CM on Agro-Industry Promise) ৷ অভিযোগ করেন, রেল মন্ত্রী থাকাকালীন উত্তরপাড়ায় কোচ ফ্যাক্টরির কথা বলেছিলেন ৷ কিন্তু, তা হয়নি ৷ উল্টে চিত্তরঞ্জন লোকোমোটিভ যা কিনা দক্ষিণ এশিয়ার সেরা রেল ইঞ্জিন তৈরির কারখানা, সেই সংস্থাকে বঞ্চিত করে গুজরাত এবং উত্তরপ্রদেশের ইঞ্জিন ফ্যাক্টরিকে বরাত দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন সেলিম ৷

চিত্তরঞ্জন লোকোমোটিভ ইস্যুতে মমতার বিরুদ্ধে রাজ্যের প্রতি কেন্দ্রের অবহেলা নিয়ে চুপ থাকার অভিযোগ করেন সিপিআইএম রাজ্য সম্পাদক ৷ আর সিঙ্গুরে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি প্রসঙ্গে সেলিম বলেন, বাম আমলের পর রাজ্যে কৃষি ব্যবস্থাকে শাসকদল ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি ৷ পাশাপাশি, দক্ষিণবঙ্গের আলুচাষীরা ফসলের দাম পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন সেলিম ৷ আর কৃষি বিপণন প্রসঙ্গে তাঁর দাবি, বিগত বাম সরকার আলু চাষীদের আয় বাড়াতে পটেটো বেসড চিপস কারখানা খুলেছিল ৷ কিন্তু, তার পর তৃণমূলের সরকার এ নিয়ে আর কোনও উদ্যোগ নেয়নি বলেই অভিযোগ তাঁর ৷

আরও পড়ুন : Md Salim Criticises CM : বিপদে পড়ে সন্তোষী মায়ের আশ্রয়ে, সিঙ্গুরে মমতার মন্দির দর্শনকে কটাক্ষ সেলিমের

আর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগের সপক্ষে সেলিমের যুক্তি, শালিমারে মুখ্যমন্ত্রী গাড়ি হাব তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ কিন্তু, তা তিনি পালন করেননি বলে অভিযোগ করেছেন সেলিম ৷ পাশাপাশি, রাজ্য সিন্ডিকেট রাজকে মদত দেওয়ার অভিযোগও করেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক ৷ তাঁর অভিযোগ, হিন্দমোটর সরানোর উপরে আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও, তৃণমূল ও পুলিশ যৌথভাবে হিন্দমোটরের যন্ত্রাংশ পাচার করতে মদত করেছে ৷ তাঁর অভিযোগ শিল্পের বদলে রেসিডেন্সিয়াল কমপ্লেক্স তৈরির উপরে জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী ৷

ABOUT THE AUTHOR

...view details