উত্তরপাড়া, 11 জুন : বছর নয়ের এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল কম্পিউটার শিক্ষকের প্রতি (minor girl allegedly molested by computer teacher) ৷ অভিযুক্ত শিক্ষকের নাম সুরজ ৷ বালিগঞ্জের বাসিন্দা ওই শিক্ষক উত্তরপাড়ার একটি আবাসনে কম্পিউটার শেখাতে আসত নাবালিকাকে ৷ অন্যান্যদিনের মতো শনিবার দুপুরেও কলকাতা থেকে দিদির আবাসনে ওই নাবালিকাকে কম্পিউটার শেখাতে গিয়েছিল অভিযুক্ত ৷
নাবালিকার মা জানায়, শনিবার দুপুরে কম্পিউটার ক্লাস করার জন্য তাঁর মেয়েকে ডাকে সুরজ। সুরজের দিদি, জামাইবাবু সেইসময় আবাসনে ছিলেন না। অভিযোগ, চারতলায় দিদির ফ্ল্যাটে মেয়েকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে সে। দেরি হয়ে গেলেও বাড়ি ফিরছে না দেখে নাবালিকার দিদিমা তাকে খুঁজতে যায় কম্পিউটার ক্লাসে। সেখানে গিয়ে শোনেন ক্লাস হচ্ছে না। তখনই তাঁর মেয়ে কাঁদতে-কাঁদতে নীচে নেমে আসে। এরপর সব কথা খুলে বলে।